চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সময়ের দাবী
এখনকার বাড়তি মূল্যের বাজারে একজন মানুষ যদি সকালের নাস্তা ঘরেও করেন তাতেও ন্যূনতম খরচ ৩০ থেকে ৪০ টাকা। এই নাস্তায় যে খুব বেশি মেন্যু থাকে তা নয়। হিসাবে যদি সাধারণত ঘরে বানানো দুটো আটার রুটি, তরকারি আর চা ধরা হলেও সর্বনিম্ন খরচ এটি।
আমি একজন আইনজীবী। সকালে নাস্তার খরচের সাথে কোর্টে আসা যাওয়ার খরচ যোগ হয় আরও ১৮০ টাকার মতো। যাওয়ার সময় সিএনজি দ্রুত যাওয়ার জন্য। আসার সময়ে লোকাল বাস বা টেম্পু। যারা চাকরি করেন তাদেরও প্রায় একই খরচ হয় অফিসে আসা যাওয়ার জন্য। এর সাথে আমার চেম্বার খরচ গড়ে ১০০ টাকা পত্রিকা, চায়ের বিল ইত্যাদি মিলে।…