চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: বাংলাদেশ-সাউথ আফ্রিকা চট্টগ্রাম টেস্ট

তৃতীয় দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

মঙ্গলবার গড়িয়েছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের চট্টগ্রাম টেস্ট। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সিরিজের দ্বিতীয় টেস্টের সব খবর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনেই শেষ হয়েছে ম্যাচ।

৯.২৪

ভারত সিরিজের পর সাউথ আফ্রিকা সিরিজে ভরাডুবি বাংলাদেশের। চট্টগ্রামে ইনিংস ব্যবধানে পরাজয়ে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টিম টাইগার্স। মিরপুরে প্রথম টেস্টে পরাজয়ের পর আলোচনা ওঠে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন। দ্বিতীয় টেস্ট চলাকালে আলোচনা আরও জোরাল হয়। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সরাসরি শান্ত’র সঙ্গে কথা বলবেন। তবে এখনও তাদের কথা হয়নি বিষয়টি নিয়ে।

অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথাই হয়নি শান্তর

৫.৩২

একদিনে দুবার অলআউট হয়ে সাউথ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হেরেছে বাংলাদেশ। 

একদিনে দুবার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৪.৫৫

সংক্ষিপ্ত স্কোর: ইনিংস ও ২৭৩ রানে পরাজয় দেখল বাংলাদেশ

Reneta

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৫৭৭/৬ (১৪৪.২) (ইনিংস ঘোষণা)
টনি ডি জর্জি- ১৭৭, ত্রিস্তান স্টাবস- ১০৬, উইয়ান মুল্ডার- ১০৫*
সেনুরান মুথুস্যামি- ৭০*, ডেভিড বেডিংহাম- ৫৯

তাইজুল ইসলাম- ৫/১৯৮, নাহিদ রানা- ১/৮৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ১৫৯/১০ (৪৫.২)
মুমিনুল হক- ৮২, তাইজুল ইসলাম- ৩০

কাগিসো রাবাদা- ৫/৩৭, ড্যান প্যাটারসন- ২/৩১, কেশভ মহারাজ- ২/৫৭

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস-১৪৩/১০ (৪৩.৪)
হাসান মাহমুদ-৩৮, শান্ত-৩৬, অঙ্কন-২৯
মহারাজ-৫/৫৯, সেনুরান মুথুস্যামি-৪/৪৫

৪.৪৪

অঙ্কন ফিরে গেলেন ২৯ রান করে
হাল ধরেছিলেন। তবে রাঙাতে পারেননি। ৬৪ বলে ২৯ রান করেন মহারাজের শিকার হলেন। ১৩১ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ।

৪.২৭

তাইজুলও ফিরে গেলেন
৯৪ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। তাইজুল ফিরে গেছেন ১৪ বলে ১ রান করে।

৩.৫৭

ইনিংস লম্বা করতে পারলেন না শান্ত
একপ্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। রানও পাচ্ছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ৫৫ বরে ৩৬ রান করে ফিরে গেছেন। ৭৮ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।

৩.২৮

৭০ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া বোলারদের সামনে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা। ৭০ রানে হারিয়েছে ৬ ব্যাটারকে। সবশেষ মেহেদী হাসান মিরাজ ফিরে কেশভ মহারাজের শিকার হয়ে। ১৯ বেল ৬ রান করে ত্রিস্তানের হাতে ক্যাচ দেন।

৩.১৫

চা বিরতি থেকে ফিরেই আউট মুশফিক

প্রথম ইনিংসে দুই বল ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম। শূন্যরানে ফিরে যান। দ্বিতীয় ইনিংসে দুই রান পেলেও ক্রিজে টিকেছেন দুবলই। এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন। ৪৭ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

২.৪৪

৪ উইকেট নেই
দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং বিপর্যয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম (৬), মাহমুদুল হাসান জয় (১১), মুমিনুল হকের (০) পর আউট জাকির হাসান (৭)। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩ রান।

২.৩০

সাদমানের পর জয় ও মুমিনুল আউট
৪১৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ। সাদমান ইসলামের পর ফিরে গেছেন মাহমুদুল হাসান জয় (১১) ও মুমিনুল হক (০)। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯ রান।

২.০১

সাদমান ০ ও ৬
প্রথম ইনিংসে দেড়শর পরে অলআউট হয়ে ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেছে শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা টাইগার ওপেনার এবার ৬ রানে প্যাটারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ১ উইকেটে ১৬ রান।

১.৩০

ফলো-অন
সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৫৯ রানে। প্রথম ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেছে টিম টাইগার্স।

১.১৯

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৫৭৭/৬ (১৪৪.২) (ইনিংস ঘোষণা)
টনি ডি জর্জি- ১৭৭, ত্রিস্তান স্টাবস- ১০৬, উইয়ান মুল্ডার- ১০৫*
সেনুরান মুথুস্যামি- ৭০*, ডেভিড বেডিংহাম- ৫৯

তাইজুল ইসলাম- ৫/১৯৮, নাহিদ রানা- ১/৮৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ১৫৯/১০ (৪৫.২)
মুমিনুল হক- ৮২, তাইজুল ইসলাম- ৩০

কাগিসো রাবাদা- ৫/৩৭, ড্যান প্যাটারসন- ২/৩১, কেশভ মহারাজ- ২/৫৭

বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে ৪১৬ রানে।

১.০৫

মুমিনুলও ফিরলেন
বাংলাদেশের চরম বিপদের সময় হাল ধরেছিলেন মুমিনুল হক। তাকে ফিরিয়েছেন সেনুরান মুথুস্যামি। সর্বোচ্চ ৮২ রান এসেছে বাঁহাতি তারকার ব্যাট থেকে। তাইজুলের সাথে গড়েছেন ১০৩ রানের জুটি।

১২.০০

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৫৭৭/৬ (১৪৪.২) (ইনিংস ঘোষণা)
টনি ডি জর্জি- ১৭৭, ত্রিস্তান স্টাবস- ১০৬, উইয়ান মুল্ডার- ১০৫*
সেনুরান মুথুস্যামি- ৭০*, ডেভিড বেডিংহাম- ৫৯

তাইজুল ইসলাম- ৫/১৯৮, নাহিদ রানা- ১/৮৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ১৩৭/৮ (৩৭)
মুমিনুল হক- ৭৪*, তাইজুল ইসলাম- ১৮*

কাগিসো রাবাদা- ৫/৩৭, ড্যান প্যাটারসন- ২/২৫

১১.৪৫

২০তম ফিফটি
তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। তার ক্যারিয়ারের ২০ ফিফটি। অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে তাইজুল ইসলামকে নিয়ে ৮৯ রানে জুটি গড়ে লড়ছেন তিনি।

১১.২৫

শতরান পার বাংলাদেশের
সকালে ব্যাটে নেমে ভালো শুরু করেছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে উইকেট পতনের হিড়িক শুরু হয়। সেখান থেকে হাল ধরেন বাঁহাতি মুমিনুল হক, তাইজুল ইসলামকে সাথে নিয়ে দলীয় শতরান পার করেছেন।

১১.১৯

রিভিউয়ে বাঁচলেন মুমিনুল
২৮তম ওভারে কেশভ মহারাজের বলে মুমিনুল হককে আউট দেন আম্পায়ার। রিভিউয়ের আবেদন করার পর দেখা যায় বল ব্যাটে লেগেছিল। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মুমিনুল হক।

১০.৫৪

প্রোটিয়াদের ব্যর্থ রিভিউ
বাংলাদেশের ব্যাটারদের বুক চিতিয়ে উইকেট বিলিয়ে দেয়ার মাঝেও ব্যর্থ হয়েছে সাউথ আফ্রিকার একটি রিভিউ। কেশভ মহারাজের বলে তাইজুলের লেগ বিফোরের আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে ব্যর্থ হয় প্রোটিয়ারা।

১০.৩০

উইকেট পতনের হিড়িক
তৃতীয় দিনের সকাল: বাংলাদেশ প্রথম ইনিংস- ৫৮/৮ (১৬)

১০.০৯

সকাল সকাল শান্তর বিদায়
দুদিন পর ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃতীয় দিন সকালে কাগিসো রাবাদার বলে সাজঘরে ফিরে গেছেন। কাইল ভেরেইন্নেকে ক্যাচ দেয়ার আগে করেছেন ৯ রান।

__________________________________

৩০-১০-২০২৪ (দ্বিতীয় দিন শেষে)
__________________________________

৫.০৪

সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। কিন্তু এখনও দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার ইচ্ছা নিয়ে চলছে আলোচনা। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের মধ্য দিয়ে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে দুবাই এসে ফিরে যেতে হয়েছে হত্যা মামলায় নাম ওঠা তারকাকে। বুধবার বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, যেহেতু সাকিব আসেনি বোর্ডের পক্ষ থেকেও কিছু করার নেই।

‘যেহেতু সাকিব আসে নাই, বোর্ডের কিছু করার নাই’

৫.০২

চট্টগ্রাম টেস্ট খেলে তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন বিষয়ে গণমাধ্যমে খবর চাউর হয়। তবে বিসিবির সাথে কথা না বলে শান্ত অন্য মাধ্যমে এই প্রসঙ্গে বলায় কিছুটা বিরক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শান্ত আচরণবিধি ভেঙেছেন, বললেন বিসিবি সভাপতি

৫.০০

রানের পাহাড়ের মুখে নেমে শুরুতে টপাটপ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ব্যাটে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে শান্তবাহিনী।

রানপাহাড়ের সামনে ধসে পড়ছে বাংলাদেশের ব্যাটিং

৪.৫৪

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিনের খেলা শেষ

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৫৭৭/৬ (১৪৪.২) (ইনিংস ঘোষণা)
টনি ডি জর্জি- ১৭৭, ত্রিস্তান স্টাবস- ১০৬, উইয়ান মুল্ডার- ১০৫*
সেনুরান মুথুস্যামি- ৭০*, ডেভিড বেডিংহাম- ৫৯

তাইজুল ইসলাম- ৫/১৯৮, নাহিদ রানা- ১/৮৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ৩৮/৪ (৯)
মুমিনুল হক- ৬*, নাজমুল হোসেন শান্ত- ৪*

৪.৪৪

৭ ওভারে ৪ উইকেট নেই
উইকেট পতনের মিছিলে দিনের শেষভাগে হাসান মাহমুদকে নাইটওয়াচম্যান নামিয়েছিল বাংলাদেশ। টাইগার পেসার টিকতে পারলেন ৭ বল, করলেন ৩ রান। তার আগে সাদমান ইসলাম ‘শূন্য’, জাকির হাসান ২, মাহমুদুল হাসান জয় ১০ রানে ফিরেছেন। বাংলাদেশের চট্টগ্রামের উইকেটে আসা-যাওয়ার মিছিল চলছেই! বাংলাদেশ প্রথম ইনিংসে- ৭ ওভারে ৩২ রানে ৪ উইকেট নেই।

৪.৩৭

আসা-যাওয়ার মিছিল, ৩ উইকেট নেই
সাদমান ইসলাম ‘শূন্য’, জাকির হাসান ২, মাহমুদুল হাসান জয় ১০, বাংলাদেশের চট্টগ্রামের উইকেটে আসা-যাওয়ার মিছিল চলছে। প্রথম দুই উইকেটে বোলার ছিলেন রাবাদা। তৃতীয় উইকেটটি নিলেন প্যাটারসন। বাংলাদেশ প্রথম ইনিংসে- ৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেই।

৪.২৭

জাকিরও আউট
সাদমান ইসলাম ‘শূন্য’ রানে সাজঘরে ফিরে যাওয়ার খানিক পর জাকির হাসানকেও (২) হারাল বাংলাদেশ। বোলার সেই রাবাদা। উইকেটের পেছনে সেই ভেরেইন্নের গ্লাভসেই ক্যাচ। বাংলাদেশ প্রথম ইনিংসে- ৪.২ ওভারে ২১ রানে ২ উইকেট নেই।

৪.১০

সাদমানের ‘শূন্য’
প্রায় দুদিন সাউথ আফ্রিকার রানবন্যা ছোটানো পিচে নেমেই সাজঘরে ফিরলেন সাদমান ইসলাম। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। রাবাদার বলে ক্যাচ দেন। বাংলাদেশ প্রথম ইনিংসে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায়।

৩.৫৭

টনি ডি জর্জি, স্ত্রিস্তান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেছেন। সঙ্গে সেনুরান মুথুস্যামি ও ডেভিড বেডিংহামের করেছেন ফিফটি।

রানের পাহাড় গড়ে ইনিংস ছাড়ল সাউথ আফ্রিকা

৩.৫৩

সংক্ষিপ্ত স্কোর: সাউথ আফ্রিকার ইনিংস ঘোষণা

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৫৭৭/৬ (১৪৪.২)
টনি ডি জর্জি- ১৭৭, ত্রিস্তান স্টাবস- ১০৬, উইয়ান মুল্ডার- ১০৫*
সেনুরান মুথুস্যামি- ৭০*, ডেভিড বেডিংহাম- ৫৯

তাইজুল ইসলাম- ৫/১৯৮, নাহিদ রানা- ১/৮৩

৩.৫১

মুল্ডারেরও প্রথম সেঞ্চুরি ছক্কা মেরে
সাউথ আফ্রিকার আরেক ব্যাটার তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। উইয়ান মুল্ডার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটিকে টেনে নিয়েছেন প্রথম শতকে। চট্টগ্রামে ১৬তম টেস্টে নাম্বার আগে একটিই ফিফটি ছিল তার, ৫৪ রানের ইনিংস সেটি। ছক্কা মেরে শতকের স্বাদ নিয়ে অপরাজিত আছেন ১০৫ রানে। ৬ উইকেট ৫৭৭ রানে পৌঁছে গেছে সফরকারীরা।

৩.১৭

ছক্কার রেকর্ড
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে। ২০১৯ সালে ইন্দোরে টাইগারদের বিপক্ষে ইনিংসে ১৩ ছক্কা হাঁকিয়েছিল ভারত। প্রোটিয়ারা সেটি টপকে বুধবার ১৩৮তম ওভার পর্যন্ত ছক্কা মেরেছে ১৬টি।

৩.১৪

মুথুস্যামির প্রথম
ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসে প্রথম ফিফটির দেখা পেলেন সেনুরান মুথুস্যামি। প্রোটিয়াদের রানফোয়ারা ছোটানোর ইনিংসে উইয়ান মুল্ডারের সাথে শতক পেরোনো অবিচ্ছিন্ন জুটিতে ছুটছেন সাউথ আফ্রিকার ৩০ বর্ষী অলরাউন্ডার, অপরাজিত আছেন ৫১ রানে। ৬ উইকেট ৫৩২ রানে পৌঁছে গেছে সফরকারীরা।

২.৪৪

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিনের চা বিরতি

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৫২৭/৬ (১৩৫)
উইয়ান মুল্ডার- ৭৮*, সেনুরান মুথুস্যামি- ৪৭*

তাইজুল ইসলাম- ৫/১৮৮, নাহিদ রানা- ১/৬৯

২.১৬

সাউথ আফ্রিকার ৫০০
রানচাকা থামানোর পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ইনিংসে সংগ্রহ পাঁচশো পার করে ফেলেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ১৩০তম ওভারে ৬ উইকেটে ৫০৯ রানে পৌঁছে গেছে সফরকারীরা।

২.০৪

মুল্ডারের ফিফটি
রান ফোয়ারা ছোটানো সাউথ আফ্রিকার আরেক ব্যাটার তুলে নিয়েছেন ফিফটি। উইয়ান মুল্ডার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটির দেখা পেয়েছেন, অপরাজিত আছেন ৫৩ রানে। ৬ উইকেটে ৪৮৮ রানে পৌঁছে গেছে সফরকারীরা।

১.৩২

সাড়ে চারশো পেরিয়ে সাউথ আফ্রিকা
প্রথম ইনিংসে সংগ্রহের সংখ্যা সাড়ে চারশো পার করেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ঘণ্টা ছুঁয়ে ১২১তম ওভারে ৬ উইকেটে ৪৫৭ রানে পৌঁছে গেছে সফরকারীরা।

১২.৫৮

অবশেষে তাইজুল ছাড়া অন্যকেউ, এবার নাহিদ রানা
তাইজুল ইসলাম প্রোটিয়াদের প্রথম ৫ উইকেট শিকারের পর টাইগারদের অন্যকোনো বোলার সাফল্যের দেখা পেলেন। নাহিদ রানা ফিরিয়ে দিয়েছেন রায়ান রিকেল্টনকে। ১২ রানে আউট তিনি। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪২৬ রানে পৌঁছেছে।

১২.০৮

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৪১৩/৫ (১১০)
রায়ান রিকেল্টন- ১১*,উইয়ান মুল্ডার- ০*

তাইজুল ইসলাম- ৫/১৫২

১১.৪৮

তাইজুলের ৫ উইকেট
৩৮৬ রান তুলতে সাউথ আফ্রিকা উইকেট হারিয়েছিল ২টি। সেখান থেকে বোর্ডে আর ৫ রান যোগ করতে ৩ উইকেট হারিয়েছে প্রোটিয়াবাহিনী। ৩টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। ৪০ ওভারে ১৪৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি টাইগার স্পিনার।

মিরপুর টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইন্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তাইজুল। ফিরিয়েছেন শূন্য রানে। সাউথ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৩৯১ রান।

১১.৩২

জর্জিকেও ফেরালেন তাইজুল
ডেভিড বেডিংহামকে বিদায় করার পর টনি ডি জর্জির দুর্দান্ত ইনিংসও থামালেন তাইজুল ইসলাম। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। জর্জি রিভিউ নিলেও বাঁচতে পারেননি। শেষপর্যন্ত ২৬৯ বলে ১৭৭ রানে থামেন ২৭ বর্ষী বাঁহাতি তারকা। ৪ উইকেটে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩৯১।

১১.২০

জুটি ভাঙলেন তাইজুল
অবশেষে বেডিংহামকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল। জর্জির সঙ্গে জুটিতে ১১৬ রান করে গেছেন তিনি। ফিফটি পেরিয়ে বেডিংহামের ইনিংস থেমেছে ৭৮ বলে ৫৯ রানে। সাউথ আফ্রিকার রান ৩ উইকেটে ৩৮৬।

১০.৫৬

বেডিংহামের ফিফটি
দ্বিতীয় দিনেও শুরুটা ভালো হল না বাংলাদেশের। এপর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি টিম টাইগার্স। রানের পাহাড় গড়ার পথে প্রোটিয়া দল। ৯৭তম ওভারে নিজের তৃতীয় ফিফটি তুলেছেন ৩০ বর্ষী ডানহাতি বেডিংহাম। ডাবল সেঞ্চুরির পথে ছুটছেন ১৬৬ রানে থাকা জর্জি। সাউথ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৩৬৬।

১০.৪৪

জর্জির দেড়শ
১৪১ রানে অপরাজিত থেকে প্রথমদিনের খেলা শেষ করা জর্জি দ্বিতীয় দিনের শুরুতে দেড়শ পার করেন। ১১ চার ও ২ ছক্কায় ২৩৫ বলে দেড়শ হয় তার। পরের বলে আরও একটি বাউন্ডারি মারেন। ৯০ ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৩৪২।

১০.২৫

দিনের প্রথম পাঁচ ওভারে বাংলাদেশের বোলাররা দিয়েছেন কেবল ১০ রান। খুব বেশি রান না দিলেও উইকেট খরায় টাইগার বোলাররা। জর্জি-বেডিংহাম জুটিতে এসেছে ফিফটি। ৮৭তম ওভারে হাসানের বলে চার মেরে জর্জির সঙ্গে ৫১ রানের জুটি গড়েছেন বেডিংহাম। সাউথ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৩২১।

১০.০৮

চট্টগ্রামে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নেই লিটন দাস। টসের পর জানা যায় তিনি অসুস্থ। মূলত জ্বরের কারণে ৩০ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটারের খেলা হয়নি।

লিটনের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

১০.০৫

দিনের দ্বিতীয় ওভারেই উইকেট শিকারের সুযোগ আসে বাংলাদেশের সামনে। হাসান মাহমুদের হালকা ভেতরে ঢোকা বল ঠিকমতো খেলতে পারেননি ডেভিড বেডিংহাম। বল লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তার ব্যাট থেকে এসেছে ২০ রান। ৮৩ ওভারে ২ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩১১ রান।

৯.৫৮

চট্টগ্রামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে সকাল ৯টা ৫৫ মিনিটে। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ২ উইকেট ৩০৭ রান নিয়ে মাঠে নেমেছে।


__________________________________
২৯-১০-২০২৪ (প্রথমদিন শেষে)
__________________________________

৮.১১

প্রথমদিন প্রোটিয়াদের দখলে থাকলেও হতাশ নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথমদিন প্রোটিয়া-দখলে থাকলেও হতাশ নন টাইগার কোচ

৫.১৫

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়ার মঞ্চ সাজিয়েছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের নাজেহাল করে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই সফরকারী। প্রথমদিনে প্রোটিয়াদের তিনশতাধিক রানের বিপরীতে টাইগারদের সাফল্য কেবল দুটি উইকেট।

দুই সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রথমদিনটা সাউথ আফ্রিকার

৪.৫৯

সংক্ষিপ্ত স্কোর: প্রথমদিন শেষে

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৩০৭/২ (৮১)
টনি ডি জর্জি- ১৪১*, ত্রিস্তান স্টাবস- ১০৬

তাইজুল ইসলাম- ২/১১০

৪.৫২

তিনশ পার
টনি ডি জর্জির (১৩৯*) ও স্ত্রিস্তান স্টাবসের (১০৬) রানে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৮০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৪ রান তুলে ফেলেছে সাউথ আফ্রিকা।

৪.৩৭

জুটি ভেঙেছে ২০১ রানে।

স্টাবসের সেঞ্চুরি, ২০১ রানের জুটি ভাঙলেন তাইজুল

৪.২৬

স্টাবসের প্রথম সেঞ্চুরি
টনি ডি জর্জির পর স্ত্রিস্তান স্টাবসও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন। পাঁচ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ৬৮ রান ছিল আগের সর্বোচ্চ। ১০৬ রান করে তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন তিনি। ২ উইকেট হারিয়ে ২৭০ রান সফরকারীদের।

৩.১৯

জুটির ১৫০
টনি ডি জর্জি প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। স্ত্রিস্তান স্টাবস ফিফটি পেরিয়ে ছুটছেন প্রথম শতকের দিকেই। চট্টগ্রামে অবিচ্ছিন্ন জুটিতে দেড়শতরান পার করে ছুটছেন দুজনে। জুটি ১৫১ রানের, ২৬০ বলে। প্রথম ইনিংস ১ উইকেট হারিয়ে ২২০ রান সাউথ আফ্রিকার।

৩.০৯

স্টাবসের ক্যারিয়ারসেরা
টনি ডি জর্জির সঙ্গে শতরানের জুটিতে সাউথ আফ্রিকার সংগ্রহ দুইশ পার করানো স্ত্রিস্তান স্টাবস ফিফটি তুলে টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেললেন। পাঁচ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ৬৮ রান ছিল আগের সর্বোচ্চ, অপরাজিত আছেন ৭২ রানে। ১ উইকেট হারিয়ে ২১৫ রান সফরকারীদের।

২.৩৩

সংক্ষিপ্ত স্কোর: চা বিরতি

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ২০৫/১ (৫৬)
টনি ডি জর্জি- ১০১*, ত্রিস্তান স্টাবস- ৬৫*

তাইজুল ইসলাম- ১/৭০

২.৩৯

টিম টাইগার্সের যুদ্ধপথ দীর্ঘ হচ্ছে!

জর্জির সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

২.৩৮

২০০
টনি ডি জর্জি প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। স্ত্রিস্তান স্টাবস ফিফটি পেরিয়ে ছুটছেন। চট্টগ্রামে অবিচ্ছিন্ন জুটিতে শতরান পার করে ছুটছেন জর্জি ও স্টাবস। বাংলাদেশের চিন্তার ভাঁজ বাড়িয়ে সাউথ আফ্রিকা ছুটছে ২০০ পেরিয়ে। প্রথম ইনিংস ১ উইকেট হারিয়ে ২০৩ রান সফরকারীদের।

২.৩৭

জর্জির প্রথম টেস্ট সেঞ্চুরি
প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন টনি ডি জর্জি। সাউথ আফ্রিকা জার্সিতে আট টেস্টের ছোট্ট ক্যারিয়ার। ৮৫ রানের ইনিংস এতদিন ছিল সর্বোচ্চ। চট্টগ্রামে প্রথম শতক তুলে অপরাজিত আছেন ২৭ বর্ষী বাঁহাতি ওপেনার। স্ত্রিস্তান স্টাবসের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে শতরান পার করেছেন। প্রথম ইনিংস ১ উইকেট হারিয়ে ২০৩ রান সফরকারীদের।

২.১৭

ক্যারিয়ারসেরা জর্জির
আট টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ৮৫ রানের একটি ইনিংস ছিল সর্বোচ্চ। চট্টগ্রামে সেটি টপকে টনি ডি জর্জি টেস্টে প্রথম শতকের দুয়ারে এখন। অপরাজিত আছেন ৮৬ রানে। স্ত্রিস্তান স্টাবসের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে শতরান পার করেছেন। প্রথম ইনিংস ১ উইকেট হারিয়ে ১৭৬ রান সফরকারীদের।

২.১৪

স্টাবসেরও ফিফটি
টনি ডি জর্জির (৮৬*) পর ফিফটি তুলে নিলেন স্ত্রিস্তান স্টাবসও (৫০*)। দুজনের অবিচ্ছিন্ন জুটি শতরান পৌঁছেছে। সেঞ্চুরির দিকে ছুটছেন জর্জি। সাউথ আফ্রিকা ছুটছে বড় সংগ্রহের দিকে। প্রথম ইনিংস ১ উইকেট হারিয়ে ১৭৫ রান সফরকারীদের।

২.১২

শতরানের জুটি
উদ্বোধনীতে এইডেন মার্করামের (৩৩) সাথে ৬৯ রানের জুটি গড়া টনি ডি জর্জি পরে স্ত্রিস্তান স্টাবসকে নিয়ে গড়লেন শতরানের জুটি। অবিচ্ছিন্ন জুটিতে স্টাবস ফিফটির কাছে, জর্জি আছেন সেঞ্চুরির দুয়ারে। ৪৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান সফরকারীদের।

১.৫২

দেড়শ পেরোল প্রোটিয়ারা
সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ১৫২/১ (৪৩)
টনি ডি জর্জি- ৭৫*, ত্রিস্তান স্টাবস- ৩৮*

১.০৭

অভিষিক্ত অঙ্কনের সময়টা ভালো কাটছে না
সকালে টনি ডি জর্জির ব্যাটে লেগে উইকেটের পেছনে আসা বল গ্লাভস পর্যন্ত নিতে পারেননি। লাঞ্চের পর তাইজুলের বলে ড্রাইভ করতে গিয়ে টার্নে লাইন মিস করে ফেলেন স্ত্রিস্তান স্টাবস, তখনও বল উইকেটের পেছনে এলে গ্লাভসে নিতে পারলেন না অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া বোলিংয়ে কঠিন সময় কাটাতে থাকা বাংলাদেশের। ফিফটি পেরোনো জর্জি ও ফিফটির পথে থাকা স্টাবস, দুজনেই অঙ্কনের কল্যাণে ইনিংস বড় করার সুযোগ পেলেন।

১২.৪৬

রিভিউ নষ্ট বাংলাদেশের
বল লেগেছিল টনি ডি জর্জির প্যাডে। বোলার নাহিদ রানা আবেদন করেন, সঙ্গী হন উইকেটরক্ষক অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউও চেয়ে বসেন। রিপ্লেতে দেখা মেলে বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। রিভিউ নষ্ট হয় টাইগারদের। ফিফটি পেরিয়ে ছুটছেন জর্জি।

১২.৪৫

জর্জির ফিফটি
উদ্বোধনীতে এইডেন মার্করামের (৩৩) সাথে ৬৯ রানের জুটি গড়া টনি ডি জর্জি আরেকটি ফিফটি জুটির দিকে ছুটছেন ত্রিস্তান স্টাবসকে নিয়ে। পথে তুলে নিয়েছেন অর্ধশতক। জর্জির এটি আট টেস্টের ক্যারিয়ারে তৃতীয় ফিফটির ইনিংস। ৩১ ওভারে ১ উইকেটে ১১৬ রান সফরকারীদের।

১২.০০

সংক্ষিপ্ত স্কোর: প্রথমদিনের মধ্যাহ্ন বিরতি

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ১০৯/১ (২৮)
টনি ডি জর্জি- ৪৯*, ত্রিস্তান স্টাবস- ৩৩*

তাইজুল ইসলাম- ১/৩৩

১১.৪৮

১০০
চট্টগ্রাম টেস্ট প্রথমদিন: সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ১০০/১ (২৫.৩)

১১.১৮

তাইজুলে প্রথম হাসি
উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম ও টনি ডি জর্জি ৬৯ রান তুলে ফেলার পর প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। ১৮তম ওভারের প্রথম বল, সাউথ আফ্রিকা অধিনায়ক মার্করাম তুলে মারতে গিয়েছিলেন তাইজুলের বলে, মিডঅনে মুমিনুলের তালুবন্দি হন। ৫৫ বলে ৩৩ করে গেলেন। ১৭.১ ওভারে ১ উইকেটে ৬৯ রান সফরকারীদের।

১১.০৪

চট্টগ্রাম টেস্ট প্রথমদিন: সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৬০/০ (১৪)

১০.৫৪

জুটির ৫০
চট্টগ্রাম টেস্ট: এইডেন মার্করাম ও টনি ডি জর্জির উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলেছে সাউথ আফ্রিকা। ১২ ওভারে বিনা উইকেটে ৫৩ রান তাদের। দুই পেসার হাসান ও রানা, এক স্পিনার তাইজুল ব্যবহার করে সাফল্য পায়নি বাংলাদেশ।

১০.৪৬

চট্টগ্রাম টেস্ট প্রথমদিন: সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ৪৪/০ (১০)

১০.৩৮

চট্টগ্রাম টেস্ট: উইকেটের দেখা নেই। ৮ ওভারে বিনা উইকেটে ৩৭ রান তুলেছে সাউথ আফ্রিকা। তিন বোলার ব্যবহার করে সাফল্য পায়নি বাংলাদেশ।

১০.৩৩

সুযোগ হাতছাড়া
টনি ডি জর্জিকে রাউন্ড দ্য উইকেটে এসে আউটের মঞ্চ গড়েছিলেন হাসান মাহমুদ। উইকেটের পেছনে ক্যাচ গিয়েছিল। ডানদিকে ঝাঁপিয়ে গ্লাভসে নিতে পারেননি অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন দাস একাদশে না থাকায় কিপিং করছেন তিনি। সপ্তম ওভারে প্রোটিয়া ওপেনার জর্জি বেঁচে যান ৬ রানে থাকার সময়।

১০.০৪

উইকেটকিপিং করছেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ পেলেন তিনি।

৯.৪৬

একাদশে ফিরেছেন জাকির হাসান ও পেসার নাহিদ রানা।

লিটন নেই, অঙ্কনের অভিষেক, একাদশে দুই পেসার

৯.৩৭

একাদশে নেই লিটন দাস। অভিষেক হল উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

৯.৩৫

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

৯.৩২

চট্টগ্রাম টেস্ট: টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

__________________________________
২৮-১০-২০২৪ (ম্যাচের আগে)
__________________________________

৭.০৭

জাতীয় দল জার্সিতে এখনও অভিষেকের অপেক্ষায় মিডলঅর্ডার ব্যাটার।

জাকেরের চোটে দলে অভিষেকের অপেক্ষায় থাকা অঙ্কন

৭.০১

এমন আলোচনার মাঝে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বললেন, প্রয়োজনে অধিনায়কত্ব নিতে প্রস্তুত।

শান্তর নেতৃত্ব ‘ছাড়া’ ও নিজের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তাইজুল

৬.৫০

কোচ বা অধিনায়ক নন, আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন বাঁহাতি অভিজ্ঞ স্পিনার তাইজুল।

‘দলীয় পারফরম্যান্স হচ্ছে না, ব্যক্তিগত হচ্ছে’

৬.৪১

ম্যাচে বাংলাদেশ সবদিকে ভালো করে সমতায় ফিরতে চায়, জানিয়েছেন অফস্পিনার নাঈম হাসান।

চট্টগ্রামে সমতায় ফিরতে চায় বাংলাদেশ

৬.৩২

মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের।

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

৬.২৩

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ টেস্ট।

শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ-সাউথ আফ্রিকা

 

Jui  Banner Campaign
ট্যাগ: অঙ্কনচট্টগ্রাম টেস্টবাংলাদেশ-সাউথ আফ্রিকাবাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্টমার্করামশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

জানুয়ারি ২৫, ২০২৬

‘তুফান’ প্রযোজককে নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’ নির্মাতা, শাকিব কি থাকবেন?

জানুয়ারি ২৫, ২০২৬

রাষ্ট্রন্নোয়নে নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

জানুয়ারি ২৫, ২০২৬

বক্স অফিসে চলছে সানির সুনামি!

জানুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই: প্রেস সচিব

জানুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT