বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কিকে অধিনায়ক রেখে কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের দল দিয়েছে পোল্যান্ড। তাদের গ্রুপে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
লেভা পোল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ে ৬ গোল করেছেন। সুইডেনের বিপক্ষে প্লে-অফে ২-০ গোলে জেতা ম্যাচে এক গোল করেন। তিনি দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চে যাচ্ছেন। বায়ার্ন মিউনিখ থেকে গত গ্রীষ্মে বার্সায় এসে এ মৌসুমে ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন ৩৪ বর্ষী গোলমেশিন।
পোলিশদের বিশ্বকাপ দলে মিডফিল্ডার ক্যারল লিনেত্তিকে রাখেননি কোচ চেসলো মিচনেউজ। ২৭ বর্ষী লিনেত্তির ২০১৪ সালে অভিষেক। খেলেছেন ৪২ ম্যাচ।
অভিজ্ঞদের মধ্যে জায়গা পাননি মিডফিল্ডার জ্যাকব মোডার। চোটে মাঠের বাইরে তিনি। গত জুনে রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোতে নাম লেখানো পর পোল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ম্যাকিয়েজ রাইবাস।

৩৪ বছর বয়সী অভিজ্ঞ কামিল গ্রোসিকি আছেন। জাতীয় দলের হয়ে তারকা মিডফিল্ডার ৮৬ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের পর পোলিশদের হয়ে কোনো ম্যাচ না খেললেও বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ৩৫ বর্ষী ডিফেন্ডার আর্তুর জেডরেজচেক।
বিশ্বকাপের পর্দা ওঠার দুদিন পর, তথা ২২ নভেম্বর পোল্যান্ডের প্রথম ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সৌদি আরব ও ফেভারিট আর্জেন্টিনা। ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে নামবে পোল্যান্ড।
পোল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক: ওজসিচ সেজেসনি, বার্টলোমেস দ্রাগোস্কি, লুকাস সরুপস্কি।
ডিফেন্ডার: ইয়ান বেদনারেক, কামিল গ্লিক, রবার্ট গামনি, আর্তুর জেডরেজচেক, জ্যাকুব কিভিওর, মাতেউস উইতেস্কা, বার্তোজ বেরেজেনস্কি, ম্যাথিউ চাশ, নিকোলা জেলেভস্কি।
মিডফিল্ডার: ক্রিস্তিয়ান বেলিক, প্রজেমিস্লো ফ্রাঙ্কোস্কি, কামিল গ্রোসিকি, গ্রজেগর্জ ক্রাইচোভাক, জ্যাকুব কামিনস্কি, মিচাল সক্রাস, ড্যামিয়ান সিমানস্কি, সেবাস্তিয়ান সিমানস্কি, পিওতর জেলিনস্কি, সিমন জুরকোভস্কি।
ফরোয়ার্ড: রবার্ট লেভান্ডোভস্কি, আরকাদিউস মিলিক, ক্রজিস্তফ পিয়েতেক, ক্যারোল সুইডেরস্কি।