চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফন গালের অভিযোগের বিপক্ষে ফন ডাইক

মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে সবধরনের ‘কারচুপি’, অভিযোগ ফন গালের

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার জন্য সবধরনের কারচুপির করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন নেদারল্যান্ডসের সাবেক কোচ লুইস ফন গাল। তবে ফন গালের অভিযোগের বিপক্ষে কথা বলছেন ডাচদের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচদের বিপক্ষে কোয়ার্টারের ম্যাচে জিতেছিল মেসির আর্জেন্টিনা, যেটি ঘিরে অভিযোগ তুলেছেন ফন গাল।

ফন গালের অভিযোগ, ‘আমি সত্যিই এ নিয়ে অনেককিছু বলতে চাই না। যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোল পায় এবং আমরা কীভাবে গোল পেয়েছিলাম, তখন উপলব্ধি করতে পারবেন। আর্জেন্টিনার কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং শাস্তি পায়নি। আমি মনে করি এটি একটি পূর্বপরিকল্পিত খেলা ছিল।’

বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফন গালের অভিযোগের এখানেই শেষ নয়। বলেছেন, ‘আমি যা বলি তা বলতে চাই। মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন বানানো হয়েছে? হ্যাঁ, আমি তাই মনে করি।’

নেদারল্যান্ডস ও লিভারপুলের অধিনায়ক ফন ডাইকের এ বিষয়ে বলছেন, ‘ফন গালের মেসির বিষয়ে মতামত থাকতে পারে। সে তার মন্তব্যে যেকোনো কিছু বলতে পারে, কিন্তু আমি তার সাথে একমত নই এবং একই মতামত পোষণ করি না।’

দল বা অধিনায়ক নিজে এমন মনোভাব পোষণ করেন কিনা এমন প্রশ্নে ফন ডাইকের উত্তর- ‘না।’

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিকে গত বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত বললেও কম বলা হবে না। দুদল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড, ডাচদের একটি লাল কার্ড জোটে। আর্জেন্টিনার ডাগ আউটেও আসে লাল কার্ডের খড়গ। কার্ডের বন্যা বয়ে যাওয়া খেলাটি রূপ বদলেছে বারবার। জয়ের হাসি অবশ্য আর্জেন্টিনার ছিল।

সেই খেলায় মেসি গোল করান, সফল স্পট কিকে খুঁজে পান জাল। জয়ের পথেই ছিল আর্জেন্টিনা। শেষদিকে সবকিছুতে বাগড়া দেন নেদারল্যান্ডসের বদলি নামা ওউট ওয়েঘর্স্ট। জোড়া গোল করে ছড়ান রোমাঞ্চ। অতিরিক্ত সময়ে গড়ানো নাটকীয়তা থামে ২-২ ব্যবধানে। শেষ পর্যন্ত টাইব্রেকার। নায়কোচিত এমিলিয়ানো মার্টিনেজে ৪-৩ ব্যবধানে আকাশী-নীলরা জিতে স্বপ্ন ছোঁয়ার আরেকটু কাছে যায়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View