চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পোল্যান্ড দল সম্পর্কে কিছুই জানেন না মার্টিনেজ

‘আমি এখনও পোল্যান্ড দলের ব্যাপারে কিছুই জানি না। তাদের লেভান্ডোভস্কির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। আমাদের নিজেদের খেলা নিয়ে ভাবতে হবে। ৯০ মিনিট মনোযোগী থাকতে হবে এবং রক্ষণভাগে দ্রুত খেলতে হবে। পোল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ, রক্ষণভাবে তারা খুব শক্তিশালী এবং তাদের ভাল খেলোয়াড় রয়েছে।’

গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করেই এসব কথা বলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

নকআউটে যেতে মেসি-ডি মারিয়াদের সামনে এখন সোজাসাপটা যে সমীকরণ, সেটা পোল্যান্ডকে হারানো। বিপরীতে নিজেরা হেরে বসলে তো গেলোই, ড্র করলেও পড়ে যাবে উথাল-পাথাল সব হিসেব-নিকেশের মারপ্যাঁচে। ম্যাচটা যে কঠিন হতে চলেছে, তা মার্টিনেজ স্বীকার করে নিয়েছেন।

‘এটা কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা পোল্যান্ডের খেলা দেখেছি। এটা বলতে পারি যে, তারা খুব কঠিন প্রতিপক্ষ। দারুণ ভালো ডিফেন্স করতে পারে, এটাই প্রকৃত বাস্তবতা।’

সি গ্রুপ থেকে কারা পরের রাউন্ডে যাবে, আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ফলাফল তা নির্ধারণে ভূমিকা রাখবে। সৌদি আরব ও মেক্সিকো ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। গ্রুপের চার দলের সামনেই নকআউটের টিকিট কাটার সুযোগ আছে। কঠিন পরিস্থিরির মাঝেও দলের সবাইকে শান্ত থাকতে হবে বলেই জানান মার্টিনেজ।

‘আমাদের শান্ত থাকতে হবে। খুব বেশি চাপ দিয়ে নিজেদেরকে মানসিকভাবে ভারযুক্ত করা যাবে না। যা ঘটা যাওয়ার তা ঘটবে। নিজেদের কাজ করে যেতে হবে। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং এই জার্সি পরা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। আমাদের সব কিছু উজাড় করে দিতে যাচ্ছি।’

‘আমরা একটি বড় দল। তাই ভালো সম্ভাবনা রয়েছে। এটা বিশ্বকাপ। প্রতিটি দলের বিপক্ষে খেলা সহজ নয়। তবে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা এখনও যা অর্জন করতে চাই তা পাইনি।’