রোববার মাঠে গড়িয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সিলেট টেস্ট। চায়ের শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষ বিকেলে এসে ৩ উইকেটে লড়াই জিতে নিয়েছে সফরকারী দল। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টের সবকিছু।
৫.৩১
জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী, সিরিজে ১-০তে এগিয়ে
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
জাকের আলি অনিক- ২৮
ওয়েলিংটন মাসাকাদজা- ২১/৩
ব্লেসিং মুজরাবানি- ৫০/৩
ওয়েসলে মাধভেরে- ২/২
ভিক্টর নিয়াউচি- ৭৪/২
……………………………
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৭৩/১০ (৮০.২) (লিড ৮২)
শন উইলিয়াম- ৫৯
ব্রায়ান বেনেট- ৫৭
মেহেদী হাসান মিরাজ- ৫২/৫
নাহিদ রানা- ৭৪/৩
………………………………
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৫৫/১০ (৭৯.২) (লিড ১৭৩ রান)
নাজমুল হোসেন শান্ত- ৬০
জাকের আলি অনিক- ৫৮
মুমিনুল হক- ৪৭
ব্লেসিং মুজারাবানি- ৭২/৬
…………………………………
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ১৭৪/১৭ (৫০.১) (লক্ষ্য ১৭৪)
ব্রায়ান বেনেট- ৫৪
বেন কারেন- ৪৪
মেহেদী হাসান মিরাজ- ৫০/৫
তাইজুল ইসলাম- ৭০/২
৫.২২
মিরাজের ২০০ উইকেট
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিলেন মিরাজ, ম্যাচে নিলেন ১০ উইকেট। টেস্টে ৫২তম ম্যাচে এসে ২০০ উইকেটের দেখা পেলেন টাইগার অফস্পিনার। টেস্টে ইনিংসে ১২বার ৫ বা ততোধিক উইকেট ও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩বার ১০ বা ততোধিক উইকেটের দেখা পেলেন তিনি।
৫.২১
মিরাজের ৫ উইকেট, ম্যাচে নিলেন ১০ উইকেট
মিরাজে ভর করে আরও একটি উইকেট তুলেছে বাংলাদেশ। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৭ উইকেটে ১৬১ রানে পৌঁছেছে সফরকারী দল। দরকার আর ১৩ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮.৩ ওভারে এই সংগ্রহে তারা। তাইজুল ইসলাম ২ ও মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
৪.৫৮
মিরাজের আরেকটি উইকেট, জিম্বাবুয়ে হারাল ৬টি
সিলেটে বৃষ্টি বিরতির পর নেমে আরেও দুটি উইকেট তুলেছে বাংলাদেশ। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে ১৪৫ রানে পৌঁছেছে সফরকারী দল। দরকার আর ২৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২.১ ওভারে এই সংগ্রহে তারা। তাইজুল ইসলাম ২ ও মেহেদী হাসান মিরাজ ৪ উইকেট নিয়েছেন।
৪.৫৩
আরেকটি উইকেট
সিলেটে বৃষ্টি বিরতির পর নেমে আরেকটি উইকেট তুলেছে বাংলাদেশ। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৫ উইকেটে ১৪৪ রানে পৌঁছেছে সফরকারী দল। দরকার আর ৩০ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.১ ওভারে এই সংগ্রহে তারা। তাইজুল ইসলাম ২ ও মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নিয়েছেন।
৪.৩০
বৃষ্টি বিরতির পর খেলা শুরু
সিলেটে বৃষ্টি নেমে খেলা বন্ধ ছিল। তার আগে ৪ উইকেট তুলেছে বাংলাদেশ। খানিক বিরতির পরই অবশ্য খেলা গড়িয়েছে আবারও।
১৭৪ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ১৩৫ রানে পৌঁছেছে সফরকারী দল। দরকার আর ৩৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে এই সংগ্রহে তারা।
৪.২১
সিলেটে বৃষ্টির হানা, খেলা বন্ধ
জয় থেকে জিম্বাবুয়ে ৪১ রানে পিছিয়ে, সিলেটে বৃষ্টি নেমেছে। বন্ধ রাখা হয়েছে খেলা। তার আগে ৪ উইকেট তুলেছে বাংলাদেশ।
১৭৪ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ১৩৩ রানে পৌঁছেছে সফরকারী দল। দরকার আর ৪১ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪.৪ ওভারে এই সংগ্রহে তারা।
৪.১৪
৪ উইকেট তুলল বাংলাদেশ
চা বিরতির পর জয়ের পথে ছুটতে থাকা জিম্বাবুয়েকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ, ৪ উইকেট তুলে নিয়েছে। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ১২৮ রানে পৌঁছেছে সফরকারী দল। দরকার আর ৪৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে এই সংগ্রহে তারা।
৩.৪০
চা বিরতি
জয়ের পথে জিম্বাবুয়ে। ১৭৪ রানের লক্ষ্যে নেমে ২ উইকেটে ১১৭ রানে পৌঁছেছে। দরকার আর ৫৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে এই সংগ্রহে তারা। ব্রায়ান বেনেট ৫২ ও শন উইলিয়ামস শূন্য রানে ক্রিজে আছেন।
৩.১৮
অবশেষে উইকেট, জয়ের পথে চুটছে জিম্বাবুয়ে
১৭৪ রানের লক্ষ্যে নেমে ১ উইকেটে ১০০ ছুঁয়েছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ ১০০ রান। ব্রায়ান বেনেট ৪৫ ও নিক ওলচ ৪ রানে ক্রিজে আছেন।
২.৫৭
৫০ পেরিয়ে জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ১৭৪ রানের লক্ষ্যে নেমে বিনা উইকেটে ৫০ পেরিয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে সংগ্রহ ৬৯ রান। ব্রায়ান বেনেট ৩২ ও বেন কারেন ৩০ রানে ক্রিজে আছেন।
২.০২
শোক-সংবাদ
সিলেট টেস্টে দায়িত্বরত সিকিউরিটি কো-অর্ডিনেটর ইকরাম হোসেন মারা গেছেন। বুধবার ম্যাচ শুরুর আগে মাঠে দায়িত্বে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে নেয়ার পর মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
১.০০
মধ্যাহ্ন বিরতি
চতুর্থ দিনের প্রথম সেশনে ১৭৩ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে লক্ষ্য দিয়েছে ১৭৪ রানের। মধ্যাহ্ন বিরতির আগে ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান তুলেছে সফরকারী দলটি।
১২.৪৯
১৭৪ রানের লক্ষ্য দিয়ে থামল বাংলাদেশ
চতুর্থ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলেছে লাল-সবুজের দল। জিততে রোডেশিয়ানদের করতে হবে ১৭৪ রান।
১২.৪০
দুই বলে উইকেট মাসাকাদজার
৭৮তম ওভারের শেষ বলে হাসান মাহমুদকে ফেরান ওয়েলিংটন মাসাকাদজা। পরের বলে ফেরান খালেদ আহমেদকে। ২৪৮ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ। এখন পর্যন্ত লিড ১৬৬ রান।
১২.৩৪
জাকেরের ফিফটি
চাপের মুখে থেকেও ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন জাকের আলি অনিক। ১০৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চারটি চারের মার।
১২.১৫
বাংলাদেশের লিড ১৫০ পার
চতুর্থ দিনের শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। জাকের আলি ও হাসান মাহমুদের ব্যাটে লিড ১৫০ রান পার করেছে টিম টাইগার্স।
৭২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩৪ রান। জাকের ৪০ রানে এবং হাসান ৯ রানে ব্যাট করছেন।
১১.৫৮
মেঘাচ্ছন্ন আকাশ, জ্বলে উঠেছে ফ্লাডলাইট
সকালের বৃষ্টির পর বেলা এগারোটায় চতুর্থ দিনের খেলা শুরু হয়। ঘণ্টাখানেক ঠিকঠাক চললেও বারোটার দিকে আকাশে মেঘ জমেছে। আলোকস্বল্পতা রোদে ফ্লাডলাইটে জ্বালানো হয়েছে।

১১.৩১
তাইজুলও ফিরলেন
রিচার্ড এনগারাভার শর্ট বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন তাইজুল। আউটসাইড এজ হয়ে ধরা পড়েন উইকেট রক্ষক নায়াশা মায়াভোর হাতে। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে রিভিউ নিয়ে তাইজুলকে ফেরায় জিম্বাবুয়ে। ২১৩ রানে ৭ উইকেট হারাল বাংলাদেশ।
১১.২২
মিরাজও ফিরে গেলেন
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসে নামের পাশে বড় স্কোর লেখাতে ব্যর্থ হলেন মিরাজ। মুজারাবানির বলে গালিতে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন দ্রুতই। ১৬ বলে ১১ রান করেন। ২১০ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
১১.০২
দিনের শুরুতেই উইকেট দিয়ে আসলেন শান্ত
মুজারাবানির প্রথম ডেলিভারিটা ইয়র্কার ছিল। শান্ত ভালোভাবেই ডিফেন্ড করেছিলেন। দ্বিতীয় বলে বাউন্সার দেন জিম্বাবুয়ে বলার। পুল শট করেন শান্ত। থার্ড ম্যান অঞ্চলে ধরা পড়েন নিয়াউচির হাতে। ১০৪ বলে ৬০ রান করেন।
১০.২৭
চতুর্থ দিনের খেলা শুরু এগারোটায়
সকাল দশটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। পরে সিদ্ধান্ত নেন বেলা এগারোটায় গড়াবে চতুর্থ দিনের খেলা। মধাহ্ন বিরতি দুপুর একটায়। দ্বিতীয় শুরু হবে ১টা ৪০ মিনিটে। চা বিরতি ৩টা ৪০ মিনিটে। আর ৪টায় তৃতীয় সেশন শুরু হয়ে দিনের খেলা শেষ হবে পৌনে ছয়টায়।
৯.২৬
চতুর্থ দিনেও বৃষ্টির বাধা, খেলা শুরু হতে দেরি
সিলেটে বুধবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ফলে নির্ধারিত সময়ে খেলা গড়াচ্ছে না। বৃষ্টি থামলেও আউটফিল্ড খেলার উপযোগী না হওয়াতে নির্ধারিত সময় ৯টা ৪৫ মিনিটের খেলা হচ্ছে না। সকাল দশটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। তারপর সিদ্ধান্ত নেবেন খেলা শুরুর বিষয়ে।

২৩ এপ্রিল (বুধবার) চতুর্থ দিন
সিলেট টেস্টের চুতর্থ দিনে স্বাগতম! দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ১১২ রানের লিড নিয়ে চতুর্থদিন ব্যাট করবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ৬০ রানে ও জাকের আলি অনিক ২১ রানে শুরু করবেন।
৫.০৫
তৃতীয় দিন শেষে, বাংলাদেশের লিড ১১২ রান
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
জাকের আলি অনিক- ২৮
ওয়েলিংটন মাসাকাদজা- ২১/৩
ব্লেসিং মুজরাবানি- ৫০/৩
ওয়েসলে মাধভেরে- ২/২
ভিক্টর নিয়াউচি- ৭৪/২
……………………………
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৭৩/১০ (৮০.২) (লিড ৮২)
শন উইলিয়াম- ৫৯
ব্রায়ান বেনেট- ৫৭
মেহেদী হাসান মিরাজ- ৫২/৫
নাহিদ রানা- ৭৪/৩
………………………………
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৯৪/৪ (৫৭) (লিড ১১২ রান)
মুমিনুল হক- ৪৭
নাজমুল হোসেন শান্ত- ৬০*
জাকের আলি অনিক- ২১*
ব্লেসিং মুজারাবানি- ৫১/৩
৪.৪২
আলোকস্বল্পতায় খেলা বন্ধ
বৃষ্টির কারণে প্রথম সেশন ভেস্তে গেছে তৃতীয় দিনের। দুপুর ১টায় খেলা শুরু হয়। নির্ধারিত ছিল ৬টা পর্যন্ত গড়াবে খেলা। তবে আলোকস্বল্পতায় বিকেল পৌনে পাঁচটায় বন্ধ করে দেয়া হয়েছে দিনের লড়াই। যদিও সাড়ে তিনটার পর থেকেই ফ্লাডলাইটের আলোয় চলছিল খেলা। আপাতত পুনরায় খেলা শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
৪.০৭
শান্তর ফিফটি, লিড ১০০ পার
বাংলাদেশের লিড ১০০ পার হয়েছে। নাজমুল হোসেন শান্ত ৫৫ ও জাকের আলি অনিক ১৮ রানে ক্রিজে আছেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে- ১৮৬/৪ (৪৯)। লিড ১০৪ রানের।
৩.১৯
চা বিরতির আগে মুশফিক আউট
আবারও সুবিধা করতে পারলেন না মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১৮ বলে ৪, এবার ২০ বলে ৪ করে ফিরে গেলেন। মুজারাবানির তৃতীয় শিকার হয়েছেন টাইগার আভিজ্ঞ ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ৪৪ রানে ক্রিজে আছেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে- ১৫৫/৪ (৪১.৪)। লিড ৭৩ রানের।
২.৪৩
ফিফটি হল না
ব্যাক-টু-ব্যাক ফিফটির সম্ভাবনা জাগিয়ে ফিরে গেলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ৫৬-এর পর ৪৭ করে দ্বিতীয় ইনিংসে ক্যাচ দিয়েছেন নিয়াউচির বলে। নাজমুল হোসেন শান্ত ৩৫ ও মুশফিকুর রহিম শূন্য রানে ক্রিজে আছেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে- ১৩৮/৩ (৩৫)। লিড ৫৬ রানের।
১.৪৩
লিড নিয়েছে বাংলাদেশ
২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নেমে দ্বিতীয় উইকেট হারানোর পর লিড নিয়েছে টিম টাইগার্স। মুমিনুল হক ২২ ও নাজমুল হোসেন শান্ত ১৬ রানে ক্রিজে আছেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে- ৯৪/২ (২৩)। লিড ১২ রানের।
১.৩৩
জয় আউট
মুমিনুল হকের সাথে জুটিতে পঞ্চাশ (৬০) পেরিয়ে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়। নামের পাশে ৩৩ রান। মুজারাবানির বলে ক্যাচ দিয়েছেন। মুমিনুল হক ২২ ও নাজমুল হোসেন শান্ত ৩ রানে ক্রিজে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে- ৭৬/২ (২০.২)। পিছিয়ে ৬ রানে।
১.১৮
জুটির ৫০
তৃতীয় দিনের খেলা শুরুর খানিক পরই জুটিতে ৫০ ছুঁয়েছেন মাহমুদুল হাসান জয় (৩৩*) ও মুমিনুল হক (১৮*)। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে- ৬৫/১ (১৭.৪)। পিছিয়ে ১৭ রানে।
১.০০
তৃতীয় দিনের খেলা শুরু
বৃষ্টিতে প্রথম সেশন ভেসে যাওয়ার পর তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৭৩/১০ (৮০.২) (লিড ৮২)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৫৭/১ (১৩)
২৫ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শুরু করল। মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রান নিয়ে নেমেছেন।
১২.২৩
তৃতীয় দিনের খেলার শুরুর আগে গা গরম করতে মাঠে নেমেছেন দুদলের ক্রিকেটাররা।

১২.০৭
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
সকাল থেকে বৃষ্টির পর বেলা এগারোটায় বৃষ্টি থামে। সাড়ে এগারোটার পর সরানো হয় কাভার। সিলেটের আকাশ আপাতত রৌদ্রজ্জ্বল। মাঠও প্রায় প্রস্তুত। দুপুর একটা থেকে গড়াবে তৃতীয় দিনের খেলা। ৩টা ২০ মিনিটে চা বিরতি। দিনের খেলা শেষ হবে সন্ধ্যা ৬টায়।
১১.৩৭
রৌদ উঠেছে, সরানো হচ্ছে কাভার
বেলা সাড়ে এগারোটার পর সিলেটের আকাশে রৌদ গেছে। নিকটবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা না থাকায় সরানো হচ্ছে কাভার। ধারণা করা হচ্ছে আর বৃষ্টি না নামলে মধ্যাহ্ন বিরতির পর থেকে গড়াবে খেলা।

১০.৪৭
বৃষ্টি থেমেছে, চলছে মাঠ প্রস্তুতের কার্যক্রম
বেলা পৌনে এগারোটার দিকে বৃষ্টি থেমেছে সিলেটে। আকাশও পরিস্কার হয়েছে কিছুটা। উইকেট এখনও কাভারে ঢাকা। তবে গ্রাউন্ডস স্টাফরা মাঠে নেমেছেন প্রস্তুতি সারতে।

১০.০৬
দুই দলের খেলোয়াড়রা এসেছেন ভেন্যুতে
সকাল দশটায় তৃতীয়দিনের খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও গড়ায়নি লড়াই। খেলোয়াড়রাও তাই আসতে দেরি করেছিলেন। সকাল ১০টার পর ভেন্যুতে পৌঁছেছে দুদলের টিম বাস। এখন বৃষ্টি থামার অপেক্ষা।
৯.৪২
টিম বাসও আসেনি মাঠে
বৃষ্টির প্রকোপটা এতটাই বেশি যে প্রথম সেশনে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। আবহাওয়া অনুকূলে নেই বলে এখনও মাঠে আসেননি বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা।
৯.৪২
সিলেটে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি
সোমবার মধ্যরাত থেকেই বৃষ্টি নেমেছে সিলেটে। মঙ্গলবার সকাল থেকে হয়েছে বজ্রসহ মুষলধারে বৃষ্টি। আপাতত বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ পর আবার নামতে পারে। মাঠে খেলা শুরুর কোনো সুযোগ নেই আপাতত।

২২ এপ্রিল (মঙ্গলবার) তৃতীয় দিন
৮.২৩
২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন মাঠে নামার আগে জয়ের কথাই ভাবছে টিম টাইগার্স। সফরকারীদের অন্তত ৩০০ রানের লক্ষ্য দিতে চায় লাল-সবুজের দল।
৫.৩৪
দ্বিতীয় দিন শেষে, বাংলাদেশ পিছিয়ে ২৫ রানে
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
জাকের আলি অনিক- ২৮
ওয়েলিংটন মাসাকাদজা- ২১/৩
ব্লেসিং মুজরাবানি- ৫০/৩
ওয়েসলে মাধভেরে- ২/২
ভিক্টর নিয়াউচি- ৭৪/২
……………………………
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৭৩/১০ (৮০.২) (লিড ৮২)
শন উইলিয়াম- ৫৯
ব্রায়ান বেনেট- ৫৭
মেহেদী হাসান মিরাজ- ৫২/৫
নাহিদ রানা- ৭৪/৩
………………………………
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৫৭/১ (১৩)
মাহমুদুল হাসান জয়- ২৮*
মুমিনুল হক- ১৫*
ব্লেসিং মুজারাবানি- ২১/১
৪.৫২
শুরুতেই সাজঘরে সাদমান
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরের পথ ধরেছেন ওপেনার সাদমান ইসলাম। ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, করেন মাত্র ৪ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৯/১ (৪.৪)
৪.৪২
মুমিনুলের অনন্য রেকর্ড
জিম্বাবুয়ের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েছেন মুমিনুল হক। বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছেন তিনি। আগের সর্বোচ্চের রেকর্ডটি ছিল মেহেদী হাসান মিরাজের দখলে। ৪০টি ক্যাচ নিয়েছেন মিরাজ।
৪.২৭
মিরাজের ১১তম বার ৫ উইকেট
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে টেস্টে ১১তম বার পাঁচ বা ততোধিক উইকেটের দেখা পেলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এদিন ৫২ রানে ৫ উইকেটের দেখা পান তিনি। টেস্টে তার ইনিংসসেরা বোলিং ৫৮ রানে ৭ উইকেট এবং ম্যাচে সেরা বোলিং ফিগার ১১৭ রানে ১২ উইকেট।
৪.২০
মিরাজের ৫ উইকেট, জিম্বাবুয়ে অলআউট ৮২ লিড নিয়ে
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৭৩/১০ (৮০.২)
শন উইলিয়াম- ৫৯
ব্রায়ান বেনেট- ৫৭
মেহেদী হাসান মিরাজ- ৫২/৫
নাহিদ রানা- ৭৪/৩
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
জাকের আলি অনিক- ২৮
ওয়েলিংটন মাসাকাদজা- ২১/৩
ব্লেসিং মুজরাবানি- ৫০/৩
ওয়েসলে মাধভেরে- ২/২
ভিক্টর নিয়াউচি- ৭৪/২
৪.০৭
লিড ৭২
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৬৩/৯ (৭৬.৩), লিড ৭২ রানের।
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
৩.২৭
মিরাজের তৃতীয় শিকার
মায়োভোর পর আবারও আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। এবার সাজঘরে পাঠালেন ওয়েলিংটন মাসাকাদজাকে, ৪২ বল খেলে ৬ রান করেন তিনি।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৩০/৮ (৭০.২), লিড ২৯ রানের।
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
৩.১৭
চা বিরতির পর মিরাজের সাফল্য
চা বিরতির পর আবারও সাফল্য পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিয়াশা মায়াভোকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তারকা অফস্পিনার। জিম্বাবুয়ের ব্যাটার করেন ৩৫ রান।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২১৯/৭ (৬৭.১), লিড ২৮ রানের।
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
২.৫৫
চা বিরতি
দ্বিতীয় সেশনে দুইশ পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে চা পান বিরতিতে যাওয়ার আগে লিড নিয়েছে ২২ রানের।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২১৩/৬ (৬৪)
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
২.২৭
২০০ পেরিয়ে জিম্বাবুয়ে
দ্বিতীয় সেশনে এসে দুইশ পেরিয়ে গেছে জিম্বাবুয়ে। লিড ১৬ রানের।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২০৭/৬ (৬০.৩)
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
২.০৬
মিরাজের সাফল্য
উইলিয়ামসকে বিদায় করলেন মিরাজ। ৫৩তম ওভারে এসে প্রথম ইনিংসে লিড নেয় জিম্বাবুয়েকে ধাক্কা দিয়েছেন টাইগার স্পিনার। মেহেদী হাসান মিরাজকে বাউন্ডারি মেরে লিড পাওয়ার পরের ওভারে শন উইলিয়াসম টাইগার অফস্পিনারকে উড়িয়ে মারতে যান। লং অফে থাকা মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি হন ৫৯ করে।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ১৯৫/৬ (৫৬)
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
২.০৪
জিম্বাবুয়ের লিড
দ্বিতীয় দিনে নিজেদের ৫৩তম ওভারে এসে মেহেদী হাসান মিরাজকে বাউন্ডারি মারেন নিয়াশা মায়াভো। সেই বাউন্ডারিতে প্রথম ইনিংসে লিডে যায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে তারা এখন ১৯৩/৫ (৫৪.২)
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
১.৪১
ওয়েসলি মাধেভেরেকে বোল্ড করে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দিলেন খালেদ আহমেদ। জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ১৭৭/৫ (৪৯.৩)
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
১.৩৯
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ১৭৬/৪ (৪৯)
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
১২.২২
হতশ্রী প্রথমদিন কাটানোর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাহিদ রানা ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
১১.৫৫
রিভিউ নিয়ে আরভিনকে ফেরালেন নাহিদ, জিম্বাবুয়ে ১২৯/৪
৩৭তম ওভারের তৃতীয় বলে নাহিদ রানার ব্যাক লেন্থের ডেলিভারি কাঁধ উচু ছেড়ে দিতে চেয়েছিলেন আরভিন। বল হালকা ঘুরে যায় জাকেরের গ্লাভসে। জোরালো আবেদন করেন টাইগার ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেছে। ৮ রানে ফিরে যান জিম্বাবুয়ে অধিনায়ক। নাহিদের তৃৃতীয় শিকার এটি।
১১.০৬
জিম্বাবুয়ের ১০০
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তিন ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস (৮*) ও ক্রেইগ আরভিনের (৪*) ব্যাটে ২৫তম ওভারে শতরানে পৌঁছেছে রোডেশিয়ানরা।
১০.৪১
ওয়েলচকে বোল্ড করলেন হাসান
হাসান মাহমুদের গুড লেন্থের দুর্দান্ত ডেলিভারি বুঝে উঠার সুযোগই পাননি নিকোলাস ওয়েলচ। ফলাফল সরাসরি বোল্ড। ২১.৩ ওভারে ৮৮ রানে তৃতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। ওয়েলচ ২ রান করেন।
১০.৩৭
নাহিদের দ্বিতীয় সাফল্য, ফেরালেন বেনেটকে
২১তম ওভারের শেষ বলে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন নাহিদ রানা। টাইগার পেসারের এক্সট্রা বাউন্সার আউটসাইড এজ হয়ে চলে যায় উইকেটরক্ষক জাকের আলি অনিকের হাতে।
৮৮ রানে দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। ৬৪ বলে ৫২ রান করেন বেনেট।
১০.১৮
বেনেটের ফিফটি
৫৫ বলে ফিফটি পূর্ণ করেছেন ব্রায়ান বেনেট। ক্যারিয়ারে নিজের সপ্তম টেস্ট ইনিংসে ব্যাট করা এই ব্যাটার এর আগে একবার ফিফটির বেশি রান করেছেন। সেটা অবশ্য সেঞ্চুরিতে (১১০*) নিয়েছেন তিনি।
১০.১৮
মুমিনুলের রেকর্ড
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ক্যাচের মালিক এখন মুমিনুল। বেন কারেনের ক্যাচ তালুবন্দি করে শীর্ষে উঠেছেন তিনি। ১২১ টেস্ট ইনিংসে মোট ৪১টি ক্যাচ নিয়েছেন তিনি। ৯২ ইনিংসে ৪০টি ক্যাচ নিয়ে দুইয়ে মেহেদী হাসান মিরাজ।

১০.১৬
দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন নাহিদ
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে এক্সট্রা বাউন্স পেয়েছিলেন নাহিদ। কারেন বলের লাইন থেকে সরে যেতে চেয়েছিলেন। তবে তার গ্লাভসে লেগে বল চলে যায় শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডার মুমিনুল হকের কাছে। ড্রাইভ দিয়ে বল তালুবন্দি করেন মুমিনুল।
৬৯ রানে প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে। কারেন ফিরেছেন ১৮ রানে।
১০.০১
ফ্লাডলাইটের আলোতে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা
সিলেটে রাতে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। তবে মাঠ খেলার উপযোগী হওয়াতে যথাসময়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। বল হাতে শুরু করেছেন টাইগার পেসার নাহিদ রানা। কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে প্রথম দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ৪০ রান এবং বেন কারেন ১৭ রানে দ্বিতীয় দিনে ব্যাটে নেমেছেন।

৯.২৩
বৃষ্টির শঙ্কা থাকলেও ফ্লাডলাইটের আলোতে খেলা চালিয়ে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে মাঠ। রাতে বৃষ্টি হলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ইতিমধ্যেই খেলার জন্য উপযোগী।

৯.২৩
মেঘে ঢাকা সিলেটের আকাশ, দ্বিতীয় দিনের শুরুতেই নামতে পারে বৃষ্টি

২১ এপ্রিল (সোমবার) দ্বিতীয় দিন
১০.১০
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। রোডেশিয়ান বোলারদের তোপে ১৯১ রানে গুটিয়ে গেছে টিম টাইগার্স। এমন হতশ্রী পারফরম্যান্সের পর ক্রিকেটারদের চেষ্টায় কমতি দেখছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
৫.৩৯
প্রথমদিন শেষে
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯১/১০ (৬১)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
জাকের আলি অনিক- ২৮
ওয়েলিংটন মাসাকাদজা- ২১/৩
ব্লেসিং মুজরাবানি- ৫০/৩
ওয়েসলে মাধভেরে- ২/২
ভিক্টর নিয়াউচি- ৭৪/২
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ৬৭/০ (১৪.১)
ব্রায়ান বেনেট- ৪০*
বেন কারেন- ১৭*
৫.২৯
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ১১ ওভারে বিনা উইকেটে ৫৯
৪.১৩
বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট- ১৯১/১০ (৬১)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
জাকের আলি অনিক- ২৮
ওয়েলিংটন মাসাকাদজা- ২১/৩
ব্লেসিং মুজরাবানি- ৫০/৩
ওয়েসলে মাধভেরে- ২/২
ভিক্টর নিয়াউচি- ৭৪/২
৪.১০
প্রচেষ্টা বিলিয়ে এলেন জাকের
দেখেশুনেই খেলছিলেন জাকের আলি অনিক। আগের ওভারে ফিরে গেছেন দীর্ঘক্ষণ সঙ্গ দেয়া হাসান মাহমুদ। ৬১তম ওভারে বলে ওয়েসলি মাধেভেরে। দ্বিতীয় বলে উড়িয়ে মারতে যান জাকের। টপ এজ হয়ে ধরা পড়েন বেন কারেনের হাতে। ৬ চারে ৫৯ বলে ২৬ রান করেন। ১৯১ রানে ৯ উইকেট হারাল বাংলাদেশ।
৪.০৬
বোল্ড হয়ে গেলেন হাসান, বাংলাদেশ ৮ উইকেটে ১৮৭
৬০তম ওভারের তৃতীয় বলে ব্লেসিং মুজারাবানির বল বুঝে উঠতে পারেননি হাসান মাহমুদ। টাইগার পেসারের ব্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। তার আগে জাকের আলিকে ভালো সঙ্গ দিয়েছেন। ৪ চারে ৩০ বলে ১৯ রান করেছেন।
৩.১০
চা পান বিরতি
বাংলাদেশ- ১৫৪/৭ (৫০)
মুমিনুল হক- ৫৬
নাজমুল হোসেন শান্ত- ৪০
ক্রিজে আছেন-
জাকের আলি অনিক- ১০*
হাসান মাহমুদ- ৪*
ওয়েলিংটন মাসাকাদজা- ৭/৩
ব্লেসিং মুজরাবানি- ৩৭/২
ভিক্টর নিয়াউচি- ৬৪/২
৩.০৪
তাইজুলও ফিরলেন, বাংলাদেশ ১৪৬/৭
৪৯তম ওভারের দ্বিতীয় বলে মাসাকাদজার বলে উইকেটরক্ষক মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তাইজুল ইসলাম। ১৯ বলে বলে ৩ রান করেন।
১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। জাকের আলি অনিকের সাথে ক্রিজে আছেন হাসান মাহমুদ।
২.৪৩
মিরাজও আউট, বিপদে বাংলাদেশ
দ্বিতীয় সেশনে মড়ক লেগেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। একের পর এক উইকেট হারানোর সময়টাতে সেশনে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ (১)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩৭/৬ (৪৩.৪)। জাকের আলি অনিক ১ ও তাইজুল ইসলাম শূন্য রানে ক্রিজে আছেন।
২.৩৮
ফিফটি তুলে ফিরলেন মুমিনুল
দ্বিতীয় সেশনে গুরুত্বপূর্ণ দুই উইকেট হারানোর সময়ে একপ্রান্তে লড়াই জারি রেখেছিলেন মুমিনুল হক। দেড়শত রানের কাছে নিয়ে গেছেন বাংলাদেশকে, তুলে নিয়েছেন ফিফটি। টেস্টে তার ২২তম অর্ধশতক। মাইলফলকের পরই অবশ্য উইকেট হারিয়েছে মুমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩৬/৫ (৪২.২)। জাকের আলি অনিক ১ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে ক্রিজে আছেন।
২.২৫
মুশফিকও আউট
দ্বিতীয় সেশনে নাজমুল হোসেন শান্তর পর উইকেট দিয়ে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও (৪)। শতরান পেরিয়ে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ১২৩/৪ (৩৯)। মুমিনুল হক ৪৬ জাকের আলি অনিক শূন্য রানে ক্রিজে আছেন।
১.৫৭
১০০ পার
মধ্যাহ্ন বিরতির পর নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে শতরান পেরিয়ে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ১০৭/৩ (৩৫)। মুমিনুল হক ৩৪ ও মুশফিকুর রহিম শূন্য রানে ক্রিজে আছেন।
১.৪৪
শান্ত আউট, একশর কাছে বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির পর নেমে বাংলাদেশ শতরানের কাছে পৌঁছেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ৯৮/৩ (৩১.৫)। মুমিনুল হক ২৫ ও মুশফিকুর রহিম শূন্য রানে ক্রিজে আছেন। নাজমুল হোসেন শান্ত ৪০ করে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।
১.১২
খেলা শুরু
ঝিরঝিরে বৃষ্টি ও ভেজা মাঠ ‘বিরতি’র পর দ্বিতীয় সেশনের খেলা গড়িয়েছে আধাঘণ্টা সময় নষ্ট করে।
১২.৪৩
বৃষ্টির লুকোচুরি, দ্বিতীয় সেশনের খেলা গড়াতে দেরি
মধ্যাহ্ন বিরতির পরই সিলেটে হালকা বৃষ্টি নামে। থেমে থেমে কয়েকদফা বৃষ্টি দেখা গেছে। মাঠকর্মীরা বৃষ্টি থামলে কাভার সরান, আবার কয়েকমিনিট পর ফের কাভার দিয়ে ঢেকে দিচ্ছেন।
সবশেষ আধঘণ্টা ধরে সিলেট স্টেডিয়ামে এমনই চলছে। বৃষ্টির লুকোচুরিতে দ্বিতীয় সেশনের খেলা গড়াতে দেরি হচ্ছে। বৃষ্টিবাধা না থাকলে খেলা গড়ানোর কথা ছিল ১২টা ৪০ মিনিটে।

১২.৩৫
ঝিরঝিরে বৃষ্টি
হালকা বৃষ্টির মাঝেও মধ্যাহ্ন বিরতিতে আউটারে অনুশীলন করছেন টাইগার স্কোয়াডের কয়েকজন। হাত ঘুরিয়ে নিচ্ছেন তাইজুল ইসলামও।
১২.১৩
সিলেটে হালকা বৃষ্টি, কাভারে ঢাকা হয়েছে উইকেট
মধ্যাহ্ন বিরতির আগঅবধি আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ফ্লাডলাইটের আলোয় চলছিল খেলা। প্রথম সেশন শেষে বারোটার পরপর সিলেটে হালকা বৃষ্টি নেমেছে। উইকেটে ঢেকে দেয়া হয়েছে কাভারে।

১২.০৫
মধ্যাহ্ন বিরতি
বাংলাদেশ- ৮৪/২ (২৪)
মুমিনুল হক- ২১*
নাজমুল হোসেন শান্ত- ৩০*
ভিক্টর নিয়াউচি- ৩৫/২
১১.৫৯
সিলেটে বইছে ধমকা হাওয়া, যেকোনো সময় ঝরতে পারে বৃষ্টি
বেলা ১১টার পর থেকেই সিলেটের আকাশা মেঘাচ্ছন্ন। ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চলছে। পৌনে বারোটা থেকে ধমকা হাওয়া বইছে চায়ের শহরে। শঙ্কা রয়েছে যেকোনো সময়ে বৃষ্টি নামার।
১১.৪২
রিভিউ হারাল জিম্বাবুয়ে
২০তম ওভারের প্রথম বলে রিচার্ড এনগারাভার ডেলিভারি নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগে। জোরাল আবেদন করেন জিম্বাবুয়ে ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন ক্রেইগ আরভিন। দেখা যায় স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বল। রিভিউ নষ্ট হয় রোডেশিয়ানদের।
১১.২৫
মেঘাচ্ছন্ন সিলেটের আকাশ, ফ্লাডলাইটের আলোতে চলছে খেলা
সিলেট টেস্টের প্রথম দিন সকাল রৌদ্রজ্জ্বল ছিল। বেলা গড়ানোর সাথে সাথে সিলেটের আকাশে জমা হয়েছে মেঘ। পূর্বাভাস অনুযায়ী যেকোনো সময়ে নামতে পারে বৃষ্টি। আপাতত ফ্লাডলাইটের আলোতে চলছে খেলা।

১১.০৯
ফাঁকা গ্যালারি, দর্শক হাতে গোনা কয়েকজন
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনে মাঠে দর্শক নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন দর্শক আছেন ছড়িয়ে-ছিটিয়ে।

১০.৫৩
উইকেট দিয়ে আসলেন জয়
নিজের প্রথম ওভারে সাদমানকে ফেরান ভিক্টর। দ্বিতীয় ওভারে এসে জিম্বাবুয়েকে আরও একটি সাফল্য এনে দিলেন ডানহাতি পেসার। ১১তম ওভারের চতুর্থ বলে গুড লেন্থের ডেলিভারি জয় ডিফেন্ড করতে চেয়েছিলেন। অফস্ট্যাম্পের বাইরের বল এজ হয়ে চলে যায় উইকেটরক্ষক নায়াশা মায়াভোর হাতে।
৩২ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। জয় ফিরলেন ৩৫ বলে ১৪ রান করে। নাজুমল হোসেন শান্ত ও মুমিনুল হক ক্রিজে আছেন।
১০.৪৪
সাদমান ফিরে গেলেন ১২ রান করে
নবম ওভারের চতুর্থ বলে ভিক্টর নিয়াউচির অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে স্ট্রেইট ড্রাইভ করতে চেয়েছিলেন সাদমান ইসলাম। ব্যাটের বাইরের অংশে লেগে বল চলে গালিতে। সেখানে ডানপাশে ড্রাইভ দিয়ে দারুণভাবে বল লুপে নেন ব্রায়ান বেনেট। পরে ক্যাচ চেক করে সাদমানকে আউট ঘোষণা দেন আম্পায়ার। ৩১ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। সাদমান ফিরেছেন ২৩ বলে ১২ রান করে।
১০.১৬
আম্পায়ার্স কলে বেঁচে গেলেন জয়
চতুর্থ ওভারের প্রথম বলে ব্লেসিং মুজারাবানির ডেলিভারিতে পরাস্ত হন মাহমুদুল হাসান জয়। বল গিয়ে লাগে প্যাডে। লেগবিফোরের আবেদন করেন জিম্বাবুয়ে ফিল্ডাররা। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন ক্রেইগ আরভিন। পরে দেখা যায় লেগস্টাম্পের উপরের অংশে হালকা স্পর্শ করতো বল। নিয়ম অনুযায়ী আম্পায়ার্স কলে বেঁচে যান বাংলাদেশ ব্যাটার।
৯.৩৬
একাদশে তিন পেসার ও তিন অলরাউন্ডার জিম্বাবুয়ের
তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার সঙ্গে সুযোগ পেয়েছেন ভিক্টর নিয়াউচি। একমাত্র স্পিনার হিসেবে আছেন ওয়েলিংটন মাসাকাদজা। পাশাপাশি তিন অলরাউন্ডারও আছে একাদশে। স্পিনে হাত ঘোরাতে পারেন শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারেন, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নায়াশা মায়াভো, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি।
৯.৩৪
জাকেরের হাতে গ্লাভস, একাদশে তিন পেসার
উইকেটের রক্ষকের গ্লাভস জাকের আলি অনিকের হাতে। তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গী বাঁহাতি তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
৯.৩১
টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
৯.০১
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট গড়াতে আর বাকি কিছুক্ষণ, প্রস্তুত মাঠ








