চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসিকে সতীর্থ হিসেবে দেখতে চান লেভান্ডোভস্কি

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। ফরাসি ক্লাবটিতে এখনও চুক্তি নবায়নের কথা বাড়াননি বিশ্বজয়ী কিংবদন্তি। আর্জেন্টাইন মহাতারকা ফিরতে পারেন বার্সেলোনায়, এমন খবরও আসছে। মেসিকে সতীর্থ হিসেবে দেখতে চান কাতালান ক্লাবটির ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কিও। বলেছেন, ‘আশা করি পরের মৌসুমে আমরা একসঙ্গে খেলতে পারব।’

স্পেনের একটি গণমাধ্যমে এমন বলেছেন পোলিশ তারকা, ‘আমি মনে করি, মেসি সর্বদাই বার্সার একটা অংশ। তার ফিরে আসা হবে অসাধারণ কিছু। আমরা জানি যে, এটা তার কাছে বাড়ির মতো। কী হতে চলেছে তা আমার জানা নেই। আশা করি আগামী মৌসুমে আমরা একসঙ্গে খেলতে পারবো।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘সাম্প্রতিক বছরগুলোতে বার্সা লা লিগা জিততে পারেনি এবং আমরা সঠিক পথেই আছি। শিরোপা জিতলে অনেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়বে। আমরা সবাই উন্নতির জন্য কাজ করছি।’

‘আমরা লা লিগায় মনোযোগ দিচ্ছি। এখনও অনেক পয়েন্ট জেতার বাকি আছে। আমরা মাদ্রিদের সঙ্গে পার্থক্য নিয়ে ভাবছি না। আমাদের গোল করতে হবে এবং সমর্থকদের খুশি করতে হবে। শিরোপা জেতার জন্য আমি ও সতীর্থরা কঠোর পরিশ্রম করছি।’

গতবছর জুলাইতে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় এসেছেন লেভান্ডোভস্কি। চুক্তি রয়েছে ২০২৬ পর্যন্ত। সাবেক বায়ার্ন তারকা বার্সায় নাম লেখানোর আগের বছর পিএসজিতে পাড়ি জমান মেসি। তাতে আলবিসেলেস্তে কিংবদন্তির সঙ্গে একসাথে খেলা হয়নি বার্সা স্ট্রাইকারের।