চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমবাপেকে ফ্রান্সের অধিনায়ক করছেন দেশম

২০২৪ ইউরো বাছাইপর্ব শুরুর আগে ২৪ বর্ষী কাইলিয়ান এমবাপেকে ফ্রান্সের অধিনায়কের দায়িত্ব দেয়া হচ্ছে। লা ব্লুজদের কোচ দিদিয়ের দেশম পিএসজি তারকাকে নেতৃত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকেই বিদায় নিয়েছেন গোলকিপার অধিনায়ক হুগো লরিস। সোমবার ফ্রান্স কোচ দলে থাকা বাকিদের জানিয়ে দিয়েছেন, অধিনায়কের আর্মব্যান্ড এমবাপের হাতেই দিচ্ছেন। বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা।

Bkash July

খবর, সোমবার ক্লেয়ারফন্টেইনে ফ্রান্সের অনুশীলনের সময় এমবাপের সঙ্গে কথা বলেছেন দেশম। এ সময় ফরোয়ার্ড অ্যান্টোনে গ্রিজম্যানের সঙ্গেও কথা বলেন তিনি, সহ-অধিনায়ক করতে চান জানিয়েছেন।

কাইলিয়ান এমবাপে ফ্রান্সের হয়ে এপর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৩৬টি। ২৪ বছর বয়সে একটি বিশ্বকাপ জয়সহ দুটি বিশ্বআসরের ফাইনালে খেলার অভিজ্ঞতাও নিয়েছেন।

Labaid
BSH
Bellow Post-Green View