চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: আইপিএল মেগা নিলাম

দুদিন ব্যাপী নিলাম শেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

রোববার বিকেলে গড়িয়েছিল আইপিএল মেগা নিলামের দুদিন ব্যাপী আয়োজন। সৌদি আরবের জেদ্দায় সোমবার জমকালো আয়োজনে মহাযজ্ঞ নিলাম শেষ হয়েছে। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে মেগা নিলামের সবকিছু।

১০.৪৫

কিংবদন্তি অবিক্রীত

১০.৫০

সমাপ্তি
সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে আইপিএলের দ্বিতীয় ও শেষদিনের নিলাম সমাপ্ত হয়েছে। প্রথমদিন বাংলাদেশের কোনো খেলোয়াড় নিলামে না উঠলেও দ্বিতীয় দিনে উঠেছিলেন দুই বোলার, পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দুজনের কাউকেই দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আগের আসরে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস থাকলেও এবারের আইপিএলে থাকছেন না কোনো বাংলাদেশি খেলোয়াড়। এবারের আসরে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন ২৭ কোটির উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট। তারপরে দাম পেয়েছেন ২৬.৭৫ কোটির শ্রেয়াস আয়ার। রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৩ বছর বয়সে আইপিএল খেলে রেকর্ড গড়তে চলেছেন বৈভব সূর্যবংশী। নিলামে খেলোয়াড় কিনতে বেশি সক্রিয় দেখা গেছে পাঞ্জাব কিংসকে।

১০.৩০

দ্বিতীয় ডাকে দল
দ্বিতীয় ডাকে দল পেয়েছেন দেবদূত পাড্ডিকাল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), লুনিথ সিসোডা (কলকাতা নাইট রাইডার্স), শ্রেয়াস গোপাল (চেন্নাই সুপার কিংস), গ্লেন ফিলিপস (গুজরাট টাইটানস), আজিঙ্কা রাহানে (কলকাতা নাইট রাইডার্স), ডনোভান ফেরেইরা (দিল্লি ক্যাপিটালস), স্বস্তিক চিক্কারা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), অনুকুল রায় (কলকাতা নাইট রাইডার্স), মঈন আলী (কলকাতা নাইট রাইডার্স), উমরান মালিক (কলকাতা নাইট রাইডার্স), কোয়ানা মাফাকা (রাজস্থান রয়্যালস)।

১০.১৫

আবারও অবিক্রীত
ডেভিড ওয়ার্নার, মায়াঙ্ক আগারওয়াল, শার্দূল ঠাকুর, ডিওয়াল্ড ব্রেভিস, প্রশান্ত সোলাঙ্কি, আনমলপ্রিত সিং, সিকান্দার রাজা, টম ল্যাথাম, ব্রেন্ডন কিং, গাস অ্যাটকিনসন, পুখরাজ মান, হারভিক দেশাই আবারও অবিক্রীত রয়েছেন। প্রথমবার নিলামে অর্জুন টেন্ডুলকার, শ্রেয়াস গোপাল, প্রিন্স চৌধুরী দল পাননি।

৯.৪০

Reneta

১৩তে আইপিএল
বৈভব সূর্যবংশীর মাত্র ১৩ বছর বয়সে অভিষেক হতে চলেছে আইপিএলে। তার অভিষেক হলে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড গড়বেন। রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লাখে দলে নিয়েছে।

৯.০৫

নিউজিল্যান্ড ও অন্যান্যরা
দল পাননি নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল, উইলিয়াম ওরাউর্ক, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। দিলশান মাদুশঙ্কা, ওটানেল বার্টম্যান, লুনগি এনগিদি, ডোয়াইন প্রিটোরিয়াস, ল্যান্স মরিস, ওলি স্টোন, ব্লেসিং মুজারবানি, ব্রান্ডন ম্যাকমুলেন, রোস্টন চেজ, ক্রিস জর্ডান, নাথান স্মিথরাও দল পাননি।

৮.৩৯

নতুন সুযোগ পাচ্ছেন যারা
রাজ বাওয়া (মুম্বাই ইন্ডিয়ান্স), সূর্যশ সেডগে (পাঞ্জাব কিংস), মুশের খান (পাঞ্জাব কিংস), প্রিন্স যাদব (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস), অনিকেত ভার্মা (সানরাইজার্স হায়দরাবাদ), যুবরাজ চৌধুরী (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস), কমলেশ নাগোরকোটি (চেন্নাই সুপার কিংস), পাইলা অবিনাশ (পাঞ্জাব কিংস), রামাকৃষ্ণ ঘোষ (চেন্নাই সুপার কিংস), সত্য নারায়ণ রাজু (মুম্বাই ইন্ডিয়ান্স)।

৮.৩০

ভারতীয় যারা অবিক্রীত
শিভাম মাভি, নবদ্বীপ শাইনি, সরফরাজ খান, অর্পিত গুলেরিয়া, ইমানজোত চাহাল, কুলবন্ত খেজরোলিয়া, দিভেশ শর্মা, নামান তিওয়ারি, সালমান নিজার। চেতন সাকারিয়া দল পাননি। আব্দুল বাসিত, সন্দ্বীপ ওয়ারিয়র, রাজ লিম্বানি, তেজস্বী দাহিয়া, বিজয় কুমার, অতীত শেঠ, রিপাল প্যাটেল, সঞ্জয় যাদভ, দিগ্বিজয় দেশমুখ, উমাং কুমার, জশ দাবাস।

৮.১৫

স্যান্টনার, ফারুকী, বেথেল, কার্স, হার্ডি
২ কোটিতে চেন্নাই থেকে মুম্বাইয়ে মিচেল স্যান্টনার। ২ কোটিতে আফগান পেসার ফজল হক ফারুকী খেলবেন রাজস্থান রয়্যালসে। ৭৫ লাখে রিচি টপলেকে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জ্যাকব বেথেল ২ কোটি ৬০ লাখে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ১ কোটিতে ব্রাইডন কার্সকে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১ কোটি ২৫ লাখে পাঞ্জাব কিংসে অ্যারন হার্ডি। ২ কোটিতে চেন্নাই সুপার কিংসে নাথান এলিস। ৭৫ লাখে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে শামার জোসেফ। ৭৫ লাখে কামিন্দু মেন্ডিস সানরাইজার্স হায়দরাবাদে। দিল্লি ক্যাপিটালসে ৭৫ লাখে দুশমন্ত চামিরা।

৮.১০

স্থানীয় অন্য যারা দল পাননি
রাজ হাঙ্গারগেকর, রিষি ধাওয়ান, শিভাম শিং, আরশিন কুলকার্নি, এলআর চেতন, রাঘব গোয়াল, বি যশবন্ত, শচীন দাস।

৮.০৫

প্রিমিয়াম ব্যাটার-বোলার
দল পাননি শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। দল পাননি ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিং, ইংলিশ পেসার গাস অ্যাটকিনস, অজি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, সিকান্দার রাজা, রিচার্ড গ্লেসন, আলঝারি জোসেফ, লুক উড, কোয়ানা মাফাকা, ম্যাথু শট, জেসন ব্যারেনডর্ফ, কাইল মায়ার্স।

৮.০০

স্থানীয় যারা দল পেলেন
গুরজাপনীত সিং সবচেয়ে বেশি ২ কোটি ৪০ লাখ পেয়েছেন চেন্নাই সুপার কিংস থেকে। ৩৫ লাখে যুধবীর চরক রাজস্থান রয়্যালসে। অশ্বনী কুমারকে ৩০ লাখে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ লাখে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে আকাশ সিং।

৭.৩৫

জনসন, ইশান, থুসারা, জয়দেব
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে ২ কোটি ৮০ লাখে পেয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ইশান শর্মা ভিত্তিমূল্য ৭৫ লাখে খেলবেন গুজরাট টাইটানসে। শ্রীলঙ্কান থুসারাকে ১ কোটি ৬০ লাখে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদে জয়দেব উনাদকাট।

৭.৩০

বেহাল দশা যাদের
আইপিএল কাঁপানো দুর্দান্ত পেসার উমরান মালিক দল পাননি। আরেক পেসার উমেশ যাদবের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং আফগানিস্তানের নাভীন উল হকও দল পাননি।

৭.২১

দল পাননি রিশাদ
আইপিএল নিলামে দল পাননি রিশাদ হোসেন। নিলামে কোনো দল টাইগার লেগ স্পিনারের প্রতি আগ্রহ প্রকাশ করেনি।

৭.১৯

বিদেশি যারা দল পাননি
দল পাননি ইংলিশ ওপেনার বেন ডাকেট। ডিওয়াল্ড ব্রেভিস, ফিন অ্যালেন, মঈন আলী, জশ ফিলিপিও পাননি।

৭.১৪

দল পাননি মোস্তাফিজ
বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান আইপিএলে দল পাননি। পেসারদের নিলামে কেউ তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি।

৭.১০

সস্তায় মনিষ পান্ডে
কলকাতা নাইট রাইডার্স সস্তায় ৭৫ লাখে দলে টেনেছে এক সময়ের আইপিএল কাঁপানো মনিষ পান্ডেকে। ১ কোটি ৭০ লাখে দীপক হুদাকে পেয়েছে চেন্নাই সুপার কিংস।

৭.০৫

২-৩ কোটিতে যারা
শেরফান রাদারফোর্ডকে ২ কোটি ৬০ লাখে দলে টেনেছে গুজরাট টাইটানস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটি ৪০ লাখে পেয়েছে শাহবাজ আহমেদকে। অজি টিম ডেভিডকে ৩ কোটিতে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আফগানিস্তানের পেস-অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই বিক্রি হয়েছেন ২ কোটি ৪০ লাখে, পাঞ্জাব কিংসে। সাই কিশোরকে ২ কোটিতে দলে টেনেছে গুজরাট টাইটানস।

৭.০০

৫ কোটিতে জ্যাকস
ইংলিশ ওপেনার উইল জ্যাকসকে ৫ কোটিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

৬.৫০

স্থানীয় আরও যারা দল পেলেন
গুরনূর ব্রারকে ১ কোটি ৩০ লাখে পেয়েছে গুজরাট টাইটানস। মুকেশ চৌধুরী খেলবেন চেন্নাই সুপার কিংসে। বিদ্বাথ কাভেরাপ্পাকে নিয়েছে পাঞ্জাব কিংস। জিশান আনসারি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। দিগ্বেশ সিং ও এম সিদ্ধার্থকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

৬.৩৯

দল পাননি যারা
নিলামে থাকলেও খেলবেন না জেমস অ্যান্ডারসন। স্বস্তিক সিকারা, পুখরাজ মান, মাধব কৌশিক, মায়াং ডগার, অনুকুল রায়, অবনীশ আরেভেলি, হারভিক দেশাই, বংশ বেদী, সাকিব হুসাইন, রাজন কুমার, প্রশান্ত সোলাঙ্কি দল পাননি।

৬.৩০

কাম্বোজ, শুভম, রাশিদ, হিমান্ত, আর্শাদ
৩ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংস পেয়েছে আনশুল কাম্বোজকে। ৮০ লাখে রাজস্থান রয়্যালসে খেলবেন শুভম দুবে। ৩০ লাখে চেন্নাই সুপার কিংস পেয়েছে শেখ রাশিদকে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সি পরবেন হিমান্ত সিং। ১ কোটি ৩০ লাখে গুজরাট টাইটানসে খেলবেন আর্শাদ খান। দর্শন নলকান্দে খেলবেন দিল্লি ক্যাপিটালসে।

৫.২১

আকাশচুম্বী গজনফার
আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফারকে নিতে বেশ লড়াই হল। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াইয়ে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ৭৫ লাখের স্পিনারকে নিতে মুম্বাই খরচ করেছে ৪ কোটি ৮০ লাখ।

তবে দল পাননি আরেক আফগান তারকা মুজিব-উর-রহমান।

৫.১৪

আকাশ দীপ ৮ কোটি, ফার্গুসন ২ কোটি
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৮ কোটি দিয়ে কিনেছে আকাশ দীপকে। সস্তায় ২ কোটিতে কিউই লোকি ফার্গুসনকে নিয়েছে পাঞ্জাব কিংস।

৫.১০

চাহার ৯ কোটি ২৫ লাখ
ডানহাতি দীপক চাহার এবার খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। দরদামে ৯ কোটি ২৫ লাখ দিতে হয়েছে তাকে।

৫.০৪

ভালো দাম পাচ্ছেন ভারতীয়রা
ডানহাতি পেসার মুকেশ কুমারের দাম উঠেছে বেশ। চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের লড়াইয়ে হাল ছেড়ে দেয় চেন্নাই। যোগ হয় দিল্লি ক্যাপিটালস, শেষে ৮ কোটিতে দিল্লি পেয়েছে মুকেশকে।

৫.০১

ভূবনেশ্বর প্রায় ১১ কোটি
ভারতের তারকা পেসার ভূবনেশ্বর কুমারকে বেশ চড়া দামে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডানহাতি পেসারের জন্য ১০ কোটি ৭৫ লাখ খরচ তাদের।

সাউথ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজি খেলবেন গুজরাট টাইটানসে, ২ কোটি ৪০ লাখে।

৪.৫৩

দেশপান্ডে সাড়ে ৬ কোটি
ডানহাতি পেসার তুষার দেশপান্ডেকে নিতে হাড্ডাহাড্ডি লড়াই হল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। জিতেছে রাজস্থান, ৬ কোটি ৫০ লাখে।

৪.৪৪

ইংলিশ বিডে ভালো করল পাঞ্জাব
গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসের সঙ্গে পাঞ্জাব কিংসে খেলবেন জশ ইংলিশ। পাঞ্জাব উইকেটকিপার-ব্যাটারকে পেয়েছে ২ কোটি ৬০ লাখে।

৪.৩৯

মুম্বাইয়ে রিকেলটন
সস্তায় সাউথ আফ্রিকার রায়ান রিকেলটনকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, ১ কোটিতে।

৪.৩৭

নিতীশ ৪ কোটি পেরিয়ে
কলকাতা নাইট রাইডার্সের সাবেক স্পিনার নিতীশ রানাকে ৪ কোটি ২০ লাখে কিনেছে রাজস্থান রয়্যালস।

৪.৩০

ভারতীয় অলরাউন্ডার ক্রনাল পান্ডিয়াকে ৩ কোটি ২০ লাখে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৪.২৫

জানসেন ৭ কোটি
সাউথ আফ্রিকান অলরাউন্ডার মার্কো জানসেনকে নিতে গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংসের মধ্যে টানাটানি চলছিল। জিতেছে পাঞ্জাব, দিতে হয়েছে ৭ কোটি।

৪.২২

সুন্দর গুজরাটে, চেন্নাইয়ে কারেন
ভারতীয় স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ৩ কোটি ২০ লাখে নিয়েছে গুজরাট টাইটানস।

২ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংসে খেলবেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন।

৪.১৩

পাওয়েল কলকাতায়, ডু প্লেসিস দিল্লিতে
১ কোটি ৫০ লাখে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল।

ফ্যাফ ডু প্লেসিস ভিত্তিমূল্য ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে খেলবেন।

৪.১০

প্রথম ডাকে অবিক্রীত যারা
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম ডাকে দল পাননি। তার সতীর্থ গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল দল পাননি। অজি অ্যালেক্স ক্যারি, ক্যারিবীয় শাই হোপও আনসোল্ড। ভারতের মায়াঙ্ক আগারওয়াল, আজিঙ্কা রাহানে, শার্দূল ঠাকুর, কে এস ভরত ও পৃথ্বী শ প্রথম ডাকে অবিক্রীত।

৪.০০

সোমবার দ্বিতীয় দিনের নিলাম শুরু হয়েছে বিকেল ৪টায়।

৩.৩২

এক নজরে দেখে নেয়া যাক।

রেকর্ড ভাঙচুরের খেলায় আইপিএলে এখন সবচেয়ে দামি যে ১০ জন

৩.০৩

নির্ধারিত অর্থের বাইরে গিয়ে কোনো ক্রিকেটার কিনতে পারবে না দলগুলো।

মেগা নিলাম: কোন ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে আর কত রুপি আছে

১১.৪৭

যেমন গেল নিলামের প্রথম দিন
আইপিএল ২০২৫ মৌসুমের নিলামে প্রথম দিন দুর্দান্ত বেচাকেনা হয়েছে। ২৭ কোটিতে বিক্রি হয়ে রেকর্ড গড়েছেন উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট। ২৬ কোটি ৭৫ লাখে বিক্রি হয়েছেন গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আয়ার। নিজের রেকর্ড ২৩ কোটি ৭৫ লাখ দাম পেয়েছেন কেকেআর ওপেনার ভেঙ্কটেশ আয়ার। নিলামের প্রথম দিন চারশ কোটির বেশি খরচ করেছে দলগুলো। দামি স্পিনার হিসেবে বিক্রি হয়েছেন যুজবেন্দ্র চাহাল। হ্যাজেলউড, আর্চার, বোল্টরা পেয়েছেন ১২ কোটির বেশি দাম। দ্বিতীয় দিনে নির্ধারিত সময় বিকেল ৪টায় শুরু হবে নিলামের পরের পর্ব, যেখানে উঠতে পারে বাংলাদেশ থেকে তালিকায় থাকা খেলোয়াড়দের নাম।

১১.৪০

আরও যারা দল পেলেন
সাইয়ুস শর্মাকে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, খরচ হয়েছে ২ কোটি ৬০ লাখ। স্পিনার কর্ন শর্মা খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে। মায়াঙ্ক মার্কন্ডেকে ৩০ লাখে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভিত্তিমূল্য ৩০ লাখে রাজস্থান রয়্যালসে খেলবেন কুমার কার্তিকীয়। মানব ছুতার খেলবেন গুজরাট টাইটানসে।

১১.২৫

পেসার আকাশ, মোহিত, বৈষুক, বৈভব, ঠাকুর পেলেন যে দাম
ভারত এ-দলের খেলোয়াড় আকাশ মাধভালকে ১ কোটি ২০ লাখে পেয়েছে রাজস্থান রয়্যালস।
অভিজ্ঞ পেসার মোহিত শর্মাকে ২ কোটি ২০ লাখে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
১ কোটি ৮০ লাখে পাঞ্জাব কিংস পেয়েছে পেসার বৈষুক বিজয় কুমারকে।
কলকাতা নাইট রাইডার্স ১ কোটি ৮০ লাখে পেয়েছে পেসার বৈভব অরোরাকে।
জশ ঠাকুরকে ১ কোটি ৬০ লাখে কিনেছে পাঞ্জাব কিংস।

১১.০৫

৬ কোটিতে বেঙ্গালুরুতে রাশিক
ভারত এ-দলের হয়ে খেলা রাশিক দারকে ৬ কোটিতে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাকে নিয়ে কিছুটা নাটকীয়তা হলেও শেষপর্যন্ত হাসে বেঙ্গালুরু।

১১.০০

আনক্যাপড কিপার
আনক্যাপড উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রাকে ৬৫ লাখে দলে টেনেছে গুজরাট টাইটানস।
রবিন মিনজকে ৬৫ লাখে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
গুজরাট টাইটানস ভিত্তিমূল্যে ৩০ লাখে পেয়েছে অনুজ রাওয়াতকে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ভিত্তিমূল্য ৩০ লাখে পেয়েছে আরিয়ান জুয়ালকে।
বিষ্ণু বিনোদকে ৯৫ লাখে পেয়েছে পাঞ্জাব কিংস।

১০.৪৫

আশুতোষ, হারপ্রিত, বিজয়, লমরোর
আশুতোষ শর্মার জন্য দিল্লি ক্যাপিটালসের খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ।
হারপ্রিত ব্রারকে ১ কোটি ৫০ লাখে দলে টেনেছে পাঞ্জাব কিংস।
১ কোটি ২০ লাখে বিজয় শঙ্করকে পেয়েছে চেন্নাই সুপার কিংস।
মহিপাল লমরোরের জন্য গুজরাট টাইটানসের লেগেছে ১ কোটি ৭০ লাখ।

১০.৩০

৫ কোটিতে নামান, ৪ কোটিতে সামাদ
ভারতের আনক্যাপড অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন নামান ধীর। ডানহাতি অলরাউন্ডারকে পেতে মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ হয়েছে ৫ কোটি ২৫ লাখ। নিশান্ত সিন্ধু ৩০ লাখে পেয়েছেন গুজরাট টাইটানস। ৯৫ লাখে দিল্লি ক্যাপিটালসে খেলবেন সামির রিজভী। আব্দুল সামাদকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পেয়েছে ৪ কোটি ২০ লাখে।

১০.১৫

ভালো দাম পেয়েছেন মনোহর, রঘুবংশী
অথর্ব তাইদেকে ৩০ লাখ দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংস ৪ কোটি ২০ লাখ দিয়ে দলে টেনেছে নেহাল ওয়াধেরাকে। অংকৃষ রঘুবংশীকে ৩ কোটিতে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৫০ লাখে করুণ নায়ারকে দিল্লি ক্যাপিটালস এবং অভিনব মনোহরকে ৩ কোটি ২০ লাখে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

৯.৩০

দামি স্পিনার নূর
স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন আফগানিস্তানের নূর আহমেদ (চেন্নাই সুপার কিংস)। ৫ কোটি ২৫ লাখ দাম পেয়েছেন শ্রীলঙ্কার ভানিডু হাসারাঙ্গা (রাজস্থান রয়্যালস)। অ্যাডাম জাম্পা (সানরাইজার্স হায়দরাবাদ) ২ কোটি ৪০ লাখ, রাহুল চাহার (সানরাইজার্স হায়দরাবাদ) ৩ কোটি ২০ লাখ দাম পেয়েছেন। ৪ কোটি ৪০ লাখে দল পেয়েছেন মাহেশ থিকসানা (রাজস্থান রয়্যালস)।

৮.৫৫

দামি পেসার হ্যাজেলউড, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, নর্টজে, আর্চার, বোল্ট
১২ কোটি ৫০ লাখে ডানহাতি পেসার জশ হ্যাজেলউড গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
৯ কোটি ৫০ লাখে গুজরাট টাইটানসে খেলবেন ডানহাতি পেসার প্রসিধ কৃষ্ণা।
ডানহাতি পেসার আভেশ খানকে দলে নিতে ৯ কোটি ৭৫ লাখ দিতে হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে।
সাউথ আফ্রিকার পেসার এইনরিখ নর্টজেকে দলে নিতে ৬ কোটি ৫০ লাখ খরচ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের।

জফরা আর্চারকে কিনতে বেশ চড়া দাম দিতে হয়েছে রাজস্থান রয়্যালসকে, ১২ কোটি ৫০ লাখ।
৪ কোটি ৮০ লাখে চেন্নাই সুপার কিংসে খেলবেন খলিল আহমেদ।
১০ কোটি ৭৫ লাখে টি নটরাজনকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

প্রথম থেকেই ট্রেন্ট বোল্টের উপর চোখ রাখা রাজস্থান রয়্যালস নিতে পারেনি এ পেসারকে। মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে ১২ কোটি ৫০ লাখে।

৮.৩৭

দামি শর্মা
ভারতীয় উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মাকে নিয়ে বেশ টানাটানি চলছিল বেঙ্গালুরু, পাঞ্জাব কিংসের মধ্যে। অনেক দরদামের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার জন্য ১১ কোটি দাম তোলে, অন্যকেউ আর আগ্রহ দেখায়নি।

৮.৩০

কিষাণ
ভারতের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের চাহিদা বেশ তুঙ্গে। বাঁহাতি ব্যাটারকে দলে নিতে সানরাইজার্স হায়দরাবাদকে খরচ করতে হয়েছে ১১ কোটি ৩৫ লাখ।

৮.২০

বেঙ্গালুরুতে সল্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে চড়া দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট। তার জন্য দলটিকে গুণতে হয়েছে ১১ কোটি ৫০ লাখ রুপি। দুই কোটিতে কলকাতায় খেলবেন রহমানউল্লাহ গুরবাজ।

৮.১৫

ডি কক
৩ কোটি ৬০ লাখ রুপিতে কলকাতায় খেলবেন সাউথ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। অবিক্রীত থেকেছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো।

৭.৫৪

ম্যাক্সওয়েলের দাম কমল?
অজিদের মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে পেতে চেন্নাই, পাঞ্জাব ও সানরাইজার্সের লড়াই হলেও জিতেছে পাঞ্জাব কিংস, দিতে হয়েছে অল্পই, ৪ কোটি ২০ লাখ রুপি।

৭.৪৬

সস্তায় মিচেল মার্শ
অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে অল্পতেই মিলল, ৩ কোটি ৪০ লাখে পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

৭.৪১

স্টয়নিস ১১ কোটি
অস্ট্রেলিয়ার পেস-অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে টেনেছে পাঞ্জাব কিংস, লেগেছে ১১ কোটি।

৭.৩৬

ভেঙ্কটেশ চমক, ২৩ কোটি ৭৫ লাখ
বাঁহাতি ওপেনার ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে টানাটানি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সর মধ্যে। শেষে জয়ের হাসিটা কলকাতার, ২৩ কোটি ৭৫ লাখ খরচ করে।

৭.২৮

অশ্বিন অল্পের জন্য ১০ কোটি হলেন না
ডানহাতি স্পিনিং অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন খেলবেন চেন্নাই সুপার কিংসে, ৯ কোটি ৭৫ লাখে।

৭.২৩

রাচীন ৪ কোটি
নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিন-অলরাউন্ডার রাচীন রবীন্দ্রকে কিনতে চেন্নাই সুপার কিংসের গুনতে হল ৪ কোটি।

৭.২১

ডানহাতি স্লো মিডিয়াম পেসার হার্শাল প্যাটেল খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে, ৮ কোটিতে।

৭.১৩

দিল্লিতে ম্যাগার্ক
অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়াতে প্রস্তুত জ্যাক ফ্রেজার ম্যাগার্ককে নিতে দিল্লি খরচ করেছে ৯ কোটি।

৭.১০

অবিক্রীত ওয়ার্নার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্রথম আইপিএলে প্রথম নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।

৭.০৯

কনওয়ে, মার্করাম, ত্রিপাঠি ও পাড্ডিকাল
৬ কোটি ২৫ লাখে চেন্নাই সুপার কিংসে ডেভন কনওয়ে।
২ কোটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে এইডেন মার্করাম।
৩ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংসে রাহুল ত্রিপাঠি।

এবং
অবিক্রীত থেকেছেন দেবদূত পাড্ডিকাল।

৭.০৫

৬ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসে খেলবেন হ্যারি ব্রুকস।

৬.৪৫

মেগা নিলামে মার্কি কেনাবেচাতে এপর্যন্ত খরচ হয়েছে ১৮০.৫ কোটি ভারতীয় রুপি। বিক্রি হয়েছে ১২ খেলোয়াড়। রেকর্ড গড়েছেন রিশভ পান্ট।

৫.৫৫

লোকেশ রাহুল ১৪ কোটি
উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুলকে টেনেছে দিল্লি ক্যাপিটালস, ১৪ কোটিতে।

৫.৪৭

ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৮ কোটি ৭৫ লাখ রুপিতে।

৫.৪৪

১২ কোটিতে গুজরাটের মসনদে সিরাজ
ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজকে টেনেছে গুজরাট টাইটান্স। দলটি খরচ করল ১২ কোটি ২৫ লাখ রুপি।

৫.৩৭

চাহাল ১৮ কোটি
লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিতে বেশি আগ্রহ ছিল চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের, সঙ্গে যোগ দেয় পাঞ্জাব কিংসও। পরে যোগ দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ দাম ১৭ কোটির বেশি তোলে। শেষে ১৮ কোটিতে চাহালকে নিয়েছে পাঞ্জাব কিংস।

৫.২৭

কিলার মিলার
সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারের ভিত্তি মূল্য ছিল দেড় কোটি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে সাড়ে ৭ কোটিতে নিয়েছে।

৫.২২

টারবাইন শামি
৩৪ বর্ষী ডানহাতি পেসার মোহাম্মদ শামিকে নিতে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস কাড়াকাড়ি শুরু করে। ভিত্তি মূল্য দুই কোটি থেকে বেড়ে ১০ কোটিতে তাকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

৫.০৭

২০ মিনিটে শ্রেয়াসের দামের রেকর্ড ভাঙলেন পান্ট
খানিক আগে শ্রেয়াস আয়ারকে রেকর্ড দাম ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনে নেয় পাঞ্জাব কিংস। আইপিএলে সর্বোচ্চ দামের সেই রেকর্ড টিকল সবে ২০ মিনিটে। ভাঙলেন রিশভ পান্ট।

পান্টকে নিতে কয়েকটি দল আগ্রহী ছিল। ভিত্তি মূল্য দুই কোটি দিয়ে শুরু হয়ে, থামে রেকর্ড ২৭ কোটিতে যেয়ে। তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

৪.৫৯

গত মৌসুমে রেকর্ড, এবার কত কোটি স্টার্ক?
মিচেল স্টার্ককে নিতে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস লড়াই শুরু করে। দৌড়ে জয়ী দিল্লি, ১১ কোটি ৭৫ লাখ রুপিতে।

গত মৌসুমে সর্বোচ্চ আইপিএল দামের রেকর্ড গড়ে কলকাতা নিয়েছিল অজি পেসার মিচেল স্টার্ককে, পেয়েছিলেন ২৪.৭৫ লাখ রুপি।

৪.৫২

ইংলিশ ক্যাপ্টেন বাটলার গুজরাটে
ইংলিশদের সাদা বলের অধিনায়ক জশ বাটলারকে কিনেছে গুজরাট টাইটানস। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে।

৪.৪৭

স্টার্কের রেকর্ড ভেঙে ২৬ কোটি ৭৫ লাখে পাঞ্জাবে শ্রেয়াস
গত আসরে কলকাতার জয়ী অধিনায়ক শ্রেয়াস আয়ার, এবার তাকে নিতে কলকাতা, দিল্লি, পাঞ্জাবসহ অনেক দল টানাটানি শুরু করে। ছাড়িয়ে যায় গত মৌসুমের রেকর্ড দাম। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে টেনে নেয় পাঞ্জাব কিংস।

গত মৌসুমে সর্বোচ্চ আইপিএল দামের রেকর্ড গড়ে কলকাতা নিয়েছিল অজি পেসার মিচেল স্টার্ককে, মূল্য উঠেছিল ২৪.৭৫ লাখ রুপি।

৪.৩০

রাবাদা গুজরাটে
দুই কোটি ভিত্তিমূল্যের সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আগের মৌসুমে খেলেছেন পাঞ্জাব কিংস। এবার ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে টেনেছে গুজরাট টাইটানস।

৪.২৬

আর্শদীপ ১৮ কোটি
দুই কোটি ভিত্তিমূল্যের বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে দিয়ে শুরু হয় মেগা নিলাম। বলিউড নায়িকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস তাকে ১৮ কোটি রুপিতে কিনে নিয়েছে।

৪.১০

যেভাবে সাজানো হয়েছে আইপিএল মেগা নিলামের মঞ্চ।

৪.০৮

যে নিয়মে বিড হবে
যেসব খেলোয়াড়ের নিলাম শুরু থেকে এক কোটি ভারতীয় রুপি পর্যন্ত হবে, বিডে দাম বাড়বে ৫ লাখ করে। এক কোটি থেকে দুই কোটি পর্যন্ত বিড গেলে তাদের দাম ১০ লাখ করে বাড়বে। বিড দুই কোটি দিয়ে শুরু হয়ে তিন কোটি পর্যন্ত যাবে যাদের, তাদের বাড়বে ২০ লাখ এবং তিন কোটির বেশিদেরও ২০ লাখ করে বাড়বে।

২.৫৩

১০ দল
মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাই সুপার কিংস
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
দিল্লি ক্যাপিটালস
কলকাতা নাইট রাইডার্স
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
সানরাইজার্স হায়দরাবাদ
গুজরাট টাইটানস
পাঞ্জাব কিংস
রাজস্থান রয়্যালস

২.৪২

মার্কি ১২
প্রথম সেট: জশ বাটলার, শ্রেয়াস আয়ার, রিশভ পান্ট, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং ও মিচেল স্টার্ক।

দ্বিতীয় সেট: যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

২.৩২

টাইগারদের কার ভিত্তিমূল্য কত
এবারের নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি, ২ কোটি রুপি। অভিজ্ঞ সাকিব ও তাসকিন-মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশের বাকিরা- রিশাদ, লিটন, হৃদয়, শরিফুল, তানজিম, শেখ মেহেদী, হাসান ও নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। বাংলাদেশ থেকে ১৩ ক্রিকেটার নিবন্ধন করিয়েছিলেন।

২.২৯

বাংলাদেশ থেকে যারা
বাংলাদেশের ১২ জন উঠছেন এবারের আইপিএল নিলামে। ২০১১ আসর থেকে ৯ মৌসুম খেলা সাকিব আল হাসান, ২০১৬ থেকে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান, ২০২৩ সালে কলকাতার হয়ে এক ম্যাচে নামা লিটন দাস আছেন।

বাংলাদেশ থেকে আরও আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তাওহীদ হৃদয়, পেসার শরিফুল ইসলাম, পেসার তানজিম হাসান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, পেসার হাসান মাহমুদ ও পেসার নাহিদ রানা।

২.২৭

মার্কি
নিলামের শুরুতে ডাকা হবে মার্কি খেলোয়াড়দের। দলগুলোর আগ্রহের ভিত্তিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়ের এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিলামে দুই সেটে থাকবেন মার্কি খেলোয়াড়রা, প্রতি সেটে ৬ জন করে। এরপর পর্যায়ক্রমে ডাকা হবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার, স্পিনার- এসব ক্যাটাগরি থেকে।

২.২৫

এ নিয়ে টানা দ্বিতীয়বার বিদেশের মাটিতে হচ্ছে আইপিএলের নিলাম।

২.২৩

যেসব খেলোয়াড় ধরে রেখেছে দলগুলো
মুম্বাই ইন্ডিয়ান্স: জাসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০), তিলক ভার্মা (৮ কোটি)।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), স্ত্রিস্তান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।
কলকাতা নাইট রাইডার্স: রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্র্যাভিস হেড (১৪ কোটি)।
গুজরাট টাইটানস: রশিদ খান (১৮ কোটি), শুভমন গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরন সিং (৪ কোটি)।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

২.২১

রিটেনশন
এই পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের দল তৈরি করতে পারবে। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে।

২.১৯

মুম্বাই
মুম্বাই ইন্ডিয়ান্স আগেই চুক্তিবদ্ধ ৫ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যাদের পেছনে ফ্র্যাঞ্চাইজিটির ৭৫ কোটি রুপি খরচ হয়ে গেছে। অন্তত ১৮ জনের স্কোয়াড গঠন করতে হলে মুম্বাইকে বাকি ৪৫ কোটি রুপি দিয়ে আরও ১৩ জন খেলোয়াড় কিনতে হবে।

২.১৭

খরচ
একটা দল সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে।

২.০৭

৭০
আসরে অংশ নিতে চলা ১০ ফ্র্যাঞ্চাইজি ২০৪ জন ক্রিকেটারকে নিতে পারবে। বিদেশিদের জন্য ৭০টি জায়গা ফাঁকা আছে। ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক তারকা ক্রিকেটারকেই আগে থেকে রিটেইন(ধরে রাখা) করে রেখেছে।

২.০৫

বাংলাদেশের ১২
বিদেশি খেলোয়াড়দের মধ্যে বেশি ইংল্যান্ডের, ৩৮ জন। অস্ট্রেলিয়ার ৩৭ জন। সাউথ আফ্রিকার আছেন ৩১, নিউজিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ১৮, বাংলাদেশের ১২, জিম্বাবুয়ের ৩, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে এবং স্কটল্যান্ডের ১ জন।

২.০৩

এবার
ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষপর্যন্ত নিলামে জায়গা পেয়েছেন ৫৭৫ জন। ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ৪৮ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে (ক্যাপড), ৩১৮ জন এখনো অভিষেকের অপেক্ষায় (আনক্যাপড)। আইসিসির সহযোগী দেশগুলো থেকে ৩ জন উঠবেন নিলামে।

২.০১

৫৭৭ ক্রিকেটার বিক্রি হওয়ার অপেক্ষায় আছেন। বিপরীতে ১০ ফ্র্যাঞ্চাইজি নামছে ৬৪১ কোটি ৫০ লাখ রুপি নিয়ে।

১.৫৯

মেগা
প্রতি বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে নিলাম হয়। তিন বছর পরপর হয় মেগা নিলাম।

১.৫৭

২
দুদিন ব্যাপী চলবে মেগা নিলামের আয়োজন।

১.৫১

৪টা
সৌদি আরবের জেদ্দায় বসবে জামকালো আয়োজন।

১.৪৫

বিপরীতে ১০ ফ্র্যাঞ্চাইজি নামছে ৬৪১ কোটি ৫০ লাখ রুপি নিয়ে।

আইপিএল মেগা নিলাম: জানার আছে যা কিছু

১.৩৭

অনেকে হয়েছেন তারকা ক্রিকেটার, কেউ কেউ কামিয়েছেন কাড়ি কাড়ি অর্থ।

আইপিএলে বেশি আয় করেছেন যে পাঁচ ক্রিকেটার

১.২৫

২০২৬ আইপিএল শুরু ১৫ মার্চ, পর্দা নামবে ৩১মে ফাইনালের মধ্য দিয়ে।

জানা গেল আইপিএলের তিন মৌসুমের শুরুর তারিখ

১.২৩

টাইগার লেগস্পিনিং অলরাউন্ডার বড় স্বপ্ন দেখে হোঁচট খেতে চান না।

আইপিএলে রিশাদের দল পাওয়ার সম্ভাবনা কতটা?

১.১৭

খুদে ব্যাটিং-বিস্ময়।

১৩ বছর বয়সে আইপিএল নিলামে এন্ট্রি, কে এই সূর্যবংশী?

১.১৫

যাচাই-বাছাই শেষে ৫৭৪ জনের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশের যে ১২ ক্রিকেটার আইপিএল নিলামে, কার ভিত্তিমূল্য কত

১.০৯

নিলামে নাম জমা দিয়েছেন দেশি-বিদেশি ১,৫৭৪ ক্রিকেটার।

আইপিএলের নিলামে বাংলাদেশের ১৩ জন, নেই স্টোকস

১.০৩

এবার মেগা নিলামের পালা।

জানা গেল আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ, কবে-কোথায়?

১২.৫৫

বিদেশি ক্রিকেটারদের এভাবে নাম সরিয়ে নেয়া ঠেকাতে শাস্তির ব্যবস্থা নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আইপিএলে দল পেয়ে নাম সরিয়ে নিলে মিলবে নিষেধাজ্ঞা

১২.৪৭

প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটারদের আলাদা করে ম্যাচ ফি দেয়া হবে।

আইপিএলে দেয়া হবে ম্যাচ ফি

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকামিন্সকোহলিগুজরাটচেন্নাইপাঞ্জাবভারতমুম্বাইমেগা নিলামমেগা নিলাম ২০২৫মোস্তাফিজরাজস্থানরোহিতলিড স্পোর্টসসাকিবসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

জানুয়ারি ২৭, ২০২৬

‘ডিম নিক্ষেপ’ ঘটনায় মির্জা আব্বাসের বহিষ্কার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দিলে ভোট বাতিল: ইসি সানাউল্লাহ

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রক্তস্নানের আশঙ্কা: ট্রাম্প ও ক্রুজের গোপন ফোনালাপ ফাঁস

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

রাজধানীতে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী

জানুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT