জানা গেল আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ, কবে-কোথায়?

এই খবরটি পডকাস্টে শুনুনঃ আইপিএলের রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) পর্ব শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এবার মেগা নিলামের পালা। আগে থেকেই আলোচনায় ছিল নিলাম হতে চলেছে সৌদি আরবের রিয়াদে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবরের সত্যতা মিলেছে। সঙ্গে আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে। রিটেনশন পর্বে প্রতিটি দল নিজেদের পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। … পড়তে থাকুন জানা গেল আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ, কবে-কোথায়?