আমরা সাহিত্যের আদব-লেহাজটা তাঁদের কাছে শিখেছি…
১. লেখালেখি শুরু করেছি তখন। ১৯৮৬-৮৭ সালের দিককার কথা। অগ্রজদের কথা শুনে শুনে আমাদের মধ্যে যে কজনের ব্যাপারে আতংক মিশ্রিত ভয় জন্মেছিল তিনি তাঁদের একজন। অগ্রজরা বলতেন, খালি নামই শুনছো- এত বছর হয়া গেল আমরাই এহনও উনা গো সামনে গেলে কাঁপি। সামনে…