চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, অতঃপর…

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে শিশু অপহরণকারী এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব।

শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে অপহৃত শিশুকে উদ্ধার করা হয় বলে র‍্যাব-৩ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

অপহরণকারী হাফেজ মো. মঈনুল ইসলাম (২৪) নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাসিন্দা ও নোয়াখালীর সোনাপুর সাঈদাতুল আবরার মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক।

অপহৃত শিশু মোঃ সামির (৮) রাজধানীর হাতিরঝিলে বসবাসকারী মাইক্রোবাস চালক কাওসার আহম্মেদের পুত্র।

র‌্যাব জানায়, অপহরণকারী মঈনুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে হাতিরঝিলের সামনে থেকে শিশু সামিরকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে এসএমএস এবং চিঠির মাধ্যমে সামিরের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।

পরে সামিরের বাবা র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজার ক্যাম্পে বিষয়টি অবহিত করে। এই অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়। এরপর শুক্রবার বিকালে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মঈনুলকে আটকসহ শিশু সামিরকে উদ্ধার করে।

আটককৃত মঈনুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।