চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বসুন্ধরার কাছে উড়ে গেল আবাহনী

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু বানিয়েছে বসুন্ধরা কিংস। স্বাগতিক দলের খেলা দেখতে গ্যালারি থাকল ভরপুর। ভরা গ্যালারির সামনে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে পাত্তাই দিল না স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবার বসুন্ধরার কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে আবাহনী লিমিটেড। আসরের নতুন দলটির কাছে ৩-০ গোলে উড়ে গেছে আকাশী-নীল বাহিনী।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

৩-০ ব্যবধানটা কমই বলা যেতে পারে। ম্যাচে পুরোটা সময় আধিপত্য নিয়ে খেলেছে বসুন্ধরা। তার ফল আসে ৪৫ মিনিটে। ডিফেন্ডার নাসিরউদ্দিন গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের।

বসুন্ধরার দ্বিতীয় গোলটি হল দর্শকদের চোখে প্রশস্তির পরশ বুলিয়ে। ৫৯ মিনিটে মাঝমাঠ থেকে একাধিক পা ঘুরে বল আসে মার্কোস ভিনিসিয়াসের পায়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজে বল না রেখে ব্যাকভলি করেন মতিন মিয়ার দিকে। ডানদিকে সেই বলে কোণাকুণি শট নিয়ে আবাহনী গোলরক্ষক সোহেলকে বোকা বানান বসুন্ধরা ‘জার্সি নাম্বার নাইন’!

ম্যাচের ৬৯ মিনিটে আবাহনীর জালে তৃতীয়বার বল জড়িয়ে স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন ড্যানিয়েল কলিন্দ্রেস। উজবেক মিডফিল্ডার বখতিয়ার দুশেভের পাসে আবাহনী ডিফেন্ডারদের বোকা বানান বিশ্বকাপ খেলা কোস্টিরিকান ফরোয়ার্ড।

দিনের আরেক ম্যাচে হেরেছে বড় দল শেখ জামালও। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৩-০ গোলে উড়ে গেছে ধানমন্ডির জায়ান্টরা।