চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কাউকে পাশ-ফেল করাতে সীমানা বদল হয়নি

KSRM

নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে কাউকে পাশ-ফেল করাতে ১০টি সংসদীয় আসনের সীমানা বদল করা হয়নি। সীমানায় রদবদল আনা হয়েছে, প্রশাসনিক অখন্ডতা, ভৌগলিক সুবিধা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের চাওয়া বিবেচনায় রেখেই। আইন অনুযায়ী ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেছে বলেও জানান তিনি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View