সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারানোর দিনে মাথায় চোট পেয়েছিলেন অধিনায়ক সামসুন্নাহার। পরপর দুইবার মাঠে পড়ে যাওয়ায় তাকে ঘিরে দুশ্চিন্তা দেখা দেয় ছোটনের ক্যাম্পে। শঙ্কা ছিল ভারত ম্যাচে দলে তার দলে থাকা নিয়ে। শঙ্কা দূর করেছেন বাফুফে। জানিয়েছেন, সুস্থ আছেন সামসুন্নাহার।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কাপ্তানের সুস্থতার খবর জানিয়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। জানিয়েছে, ভারত ম্যাচে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠছেন সামসুন্নাহার। দলের সঙ্গে এদিন করেছেন অনুশীলনও।
শুক্রবার আসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাঘিনীরা। ম্যাচের ৪৩ মিনিটে বল নিয়ে দৌড়ানো অবস্থায় হঠাৎ মাঠে পড়ে যান সামসুন্নাহার। উঠে দাড়িয়ে খেলতে শুরু করলেও আবার মাঠে শুয়ে পড়েন তিনি। পরে জানা যায়, মাথায় চোট পেয়েছিলেন বাংলাদেশ কাপ্তান।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যায় নেপালকে হারানোর দিনে বাঘিনীদের হয়ে গোল করেছেন আকলিমা খাতুন, সামসুন্নাহার, শাহেদা আক্তার রিপা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন মানমায়া দামনি।

আগামী ৫ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে ভারত ও ভুটানের মুখোমুখি হবে গোলাম রাব্বানি ছোটনের দল। দুটো ম্যাচই সন্ধ্যা সাতটায় মাঠে গড়াবে।