চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রেমে মজেছেন প্রসেনজিৎপুত্র?

নতুন বছরে একের পর এক তারকা সন্তানের প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে বলিউডে। এবার সেই প্রেমের বসন্ত যেন টলিউডেও ছুঁয়ে গেলো! শোনা যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হওয়ার দিনেই সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ!

৬ জানুয়ারি ছিল প্রসেনজিৎ-অর্পিতা পুত্র তৃষাণজিৎ (মিশুক)-এর ১৮ তম জন্মদিন। এদিন আক্ষরিক অর্থে প্রাপ্তবয়স্ক হল মিশুক। আর এইদিনই সোশ্যাল মিডিয়ায় ‘বিশেষ মানুষ’-এর ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন তিনি!

Bkash July

নিজের ১৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঢালাও শুভেচ্ছা পেয়েছেন তারকা পুত্র। সেইসব শুভেচ্ছাবার্তার মধ্যে এক বিশেষ মানুষের শুভেচ্ছা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তৃষাণজিৎ। শুধু তাই না, শেয়ার করে স্টোরিতে লেখেন ‘স্পেশাল ওয়ান’, সেই সঙ্গে জুড়ে দেন চুমুর ইমোজিও। আর তারপরই ওই তরুণীর সাথে প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে!

শুভেচ্ছা বার্তায় তৃষাণজিৎ এর উদ্দেশে তার বান্ধবী লিখেছিলেন,‘আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা’।

Reneta June

তৃষাণজিৎতের বান্ধবীর নাম লিতিকা প্রসাদ। ইনস্টায় পরস্পরকে ফলো করেন তারা। এই লিতিকাই কি তবে প্রসেনজিৎপুত্রের প্রেমিকা? স্টারকিডকে ঘিরে এমন চর্চায় এখন সবখানে!

ISCREEN
BSH
Bellow Post-Green View