
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।
রোববার ১১ ডিসেম্বর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ দাবি করা হয়।
সভায় বিএনপি সহ অপরাপর বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মুহম্মদ রাশেদ খানসহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সোমবার ১২ ডিসেম্বর সকাল ১১ টায় ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে “বিএনপির সাথে যুগপৎ আন্দোলন” প্রসঙ্গে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেয় গণতন্ত্র মঞ্চ।