চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসিকে এই মৌসুমেই খেলাতে চায় সৌদি ফেডারেশন

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে এ গ্রীষ্ম মৌসুমেই সৌদি প্রো লিগে খেলাতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। এমন আগ্রহের কথা স্বীকার করেছেন সৌদি ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিসেহাল।

সৌদি আরবের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিসেহাল জানান, ‘সত্যি কথা বলতে আমার কাছে এমন কোনো খবর নেই। ব্যক্তিগতভাবে মেসিকে সৌদি আরবের লিগে দেখতে চাই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা, ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পদাঙ্ক অনুসরণ করবেন তিনি।’

প্যারিস সেইন্ট জার্মেইনে এ মৌসুমে চুক্তি শেষ করতে চলা ৩৫ বর্ষী মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে সবকিছু করছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। আবার সৌদি প্রো লিগের দল আল হিলালও এলএম-১০’কে দলে টানতে বার্ষিক ৬০০ মিলিয়ন বেতনের বড় প্রস্তার দিয়ে রেখেছে।

এর আগে মেসির বাবা হোর্হে মেসি জানিয়েছিলেন, ফরাসিদের লিগ শেষ হওয়ার পর মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন, সেটি হবে জুনে চুক্তি শেষ হওয়ার পর।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View