চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসির প্যারিস ত্যাগে আক্ষেপ নেইমারের

KSRM

বার্সেলোনায় একত্রে চার বছর কাটিয়েছেন মেসি ও নেইমার। ২০১৭ সালে নেইমার পাড়ি জমান প্যারিসে। চার বছর পর আবারও এক জার্সিতে খেলার সুযোগ হয়ে ছিল দুইজনের। খেলেছেন দুই বছর। ২০২৩ সালে ফের আলাদা হয়ে গেলেন দুইজন। পিএসজি থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এতে কিছুটা আক্ষেপ ঝরল নেইমারের।

শনিবার লিগ ওয়ানে ক্লারেমন্টের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলেন মেসি। ম্যাচটিতে ৩-২ গোলে হারে পিএসজি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সঙ্গে দুটি ছবি পোস্ট করে নেইমার আক্ষেপ প্রকাশ করেন নেইমার। মেসির পরবর্তী অধ্যায়ের জন্যও শুভকামনা জানান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Bkash July

‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমন হয়নি, কিন্তু আমরা সব চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর ভাগ করে নিতে পারাটা ছিল আনন্দের। তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা এবং সুখী হও। তোমাকে ভালোবাসি।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View