ম্যানচেস্টার সিটিকে গত সাত বছরে সবমিলিয়ে নয়টি শিরোপা জিতিয়েছেন কোচ পেপ গার্দিওলা। এখনও জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ইউরোপ সেরার শিরোপা জয় দিয়েই সিটিতে তার কাজের মূল্যায়ন করা হবে, এমন মনে করছেন স্প্যানিশ কোচ।
২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর থেকে চারবার প্রিমিয়ার লিগ জিতেছেন গার্দিওলা। দলকে লিগ কাপ জিতিয়েছেন চারবার, এফএ কাপ একবার জিতিয়েছেন ৫২ বর্ষী কোচ।
২০১৮ সাল হতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে টানা তিনবার বাদ পড়েছে ম্যানসিটি। তবে ২০২১ সালে রানার্সআপ হয়। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাবটি।
এমন পারফরম্যান্সের পরও সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা বা না জেতা সমর্থকদের চোখে তার সাফল্যকে সংজ্ঞায়িত করবে কিনা, এমন প্রশ্নে গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ। চ্যাম্পিয়ন্স লিগ দিয়েই আমার ম্যানসিটি অধ্যায় মূল্যায়ন করা হবে। তার মানে এই নয় যে আমি এরসঙ্গে একমত। তবে অবশ্যই এটা দিয়েই আমাকে মূল্যায়ন করা হবে।’

‘সিটিতে ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগে আমার প্রথম ম্যাচ ছিল। সেসময় আমাকে প্রশ্ন করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে এসেছি কিনা। বলেছিলাম, যদি রিয়াল মাদ্রিদের কোচ হতাম, তাহলে বিষয়টা বুঝতাম। কিন্তু আমি সেটা মেনে নিয়েছি। যতই সময় গেছে, মনে হয়েছে তাতে কোন পরিবর্তন হবে না।’
ম্যানসিটির অন্যতম সেরা আর্লিং হালান্ডকে নিয়েও মন্তব্য করেছেন গার্দিওলা। চলতি মৌসুমে ৩৪টি গোল করলেও নরওয়েজিয়ান তারকার খেলায় আরও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন।
‘একজন খেলোয়াড়ই সবসময় গোল করুক তা আমি পছন্দ করি না। যারা প্রতিপক্ষের জাল এখনও খুঁজে পাচ্ছে না, আশা করব তারা আরও বেশি চেষ্টা চালিয়ে যাবে। আমারা যা চাচ্ছি সেই বিষয়ে আরও বেশি উন্নতি করতে হবে। তবেই দলের জন্য ভালো হবে।’