জনবল সংকটে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে যাওয়া অস্বচ্ছল ও দরিদ্র মানুষ। বিশেষজ্ঞ চিকিসৎক না থাকায় রোগীদের বাধ্য হয়েই যেতে হচ্ছে প্রাইভেট হাসপাতালে।
সরেজমিনে দেখা যায়, সকাল হলেই ভীড় বাড়তে থাকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের। একবার লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে আবারো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কাঙ্খিত চিকিৎসকের কাছে পৌঁছতে। চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ বিভিন্ন সেক্টরে জনবল কম থাকায় ব্যহত হচ্ছে…