চন্দ্রজয়ের শহর হায়দ্রাবাদে অবতরণ!
হায়দ্রাবাদে চলছে ভয়ংকর সুন্দর আতশবাজি! ফুলে ফুলে ছেয়ে গেছে স্টেশন। ট্রেনে ট্রেনে উঠছে হুইসেল, ড্রামের আওয়াজে উন্মাদনা। দক্ষিণী নৃত্যকলা-সংগীতের ছন্দে উল্লাস-চিৎকার, হাসি-আবেগ-কান্নার-মিছিলের গণজোয়ার, মোটর শোভাযাত্রার হর্নে হর্নে জীবন যায়…