দলীয় ভিত্তিতে চাকরি বিক্রির চক্করে পড়ে দেশের শিক্ষাব্যবস্থা এখন আত্মঘাতী
কেউ যদি ভাবে সন্তানকে শিক্ষিত না করে তার জন্য বিপুল ধন-সম্পদ রেখে যাবে; সেটি একটি ভয়ংকর ভ্রান্তি। বাংলাদেশ রাষ্ট্রটি এরকম বড় ভ্রান্তির মাঝে বসবাস করছে বলে মনে হয়। অর্থনৈতিক উন্নয়ন সূচকে এগিয়ে যাওয়া আর শিক্ষা-সাংস্কৃতিক সূচকে পিছিয়ে যাবার যে ক্রসরোডে দাঁড়িয়ে আছে বাংলাদেশ; সেখানে উন্নয়ন শব্দটি পুনর্ভাবনার মুখে পড়েছে।
উন্নয়ন মানে একটি সুশৃংখল আলোকিত সমাজ-অবকাঠামো ও মনন। বাংলাদেশের ক্ষমতা কাঠামোটি উন্নয়নের সংজ্ঞায়নে একটি বড় রকমের ভুল করেছে। টাকা-পয়সা হলেই বাংলাদেশ বৈশ্বিক উন্নয়নের মহাসরণিতে পৌঁছে যাবে; এরকম আত্মতুষ্টি নিয়ে…