চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাফ অনূর্ধ্ব-১৮’তে বাংলাদেশের গ্রুপে ভারত-শ্রীলঙ্কা

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে মাঠের লড়াইয়ে নামতে হবে লাল-সবুজের যুবাদের।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়েছে আসরের ড্র। ‘এ’ গ্রুপে স্বাগতিক ও গত আসরের চ্যাম্পিয়ন নেপালের প্রতিপক্ষ মালদ্বীপ, ভুটান ও পাকিস্তান।

২০ সেপ্টেম্বর শুরু হবে আসর। সবগুলো ম্যাচ হবে কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স স্টেডিয়ামে।

২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ২৭ সেপ্টেম্বর দুই সেমিফাইনালের পর ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বরে।