চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একাদশে রোহিত, ওয়ার্নারকে খেলাতে মরিয়া অজিরা

ফিট থাকলে দুজনেরই ফেরা অবধারিত ছিল। সিডনি টেস্টে সেটাই হচ্ছে। যদিও রোহিত শর্মা আর ডেভিড ওয়ার্নারের ফেরাটা হচ্ছে ভিন্ন রকম। রোহিত যেখানে পুরোপুরি ফিট হয়ে সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামবেন, অস্ট্রেলিয়া সেখানে আধা-ফিট ওয়ার্নারকে যেভাবেই হোক খেলাতে মরিয়া।

যথারীতি টেস্টের একদিন আগেই দল ঘোষণা করেছে ভারত। মেলবোর্নে ৮ উইকেটে জয়ী দল থেকে দুজনকে সংযোজন-বিয়োজন করা হয়েছে। অফফর্মে ওপেনার মায়াঙ্ক আগারওয়াল সিডনি টেস্টে বাদ পড়েছেন, তার জায়গায় প্রথমবারের মতো টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে ওপেনিং করবেন রোহিত শর্মা।

রোহিতের জায়গা নিশ্চিত থাকলেও উজ্জীবিত ভারত পড়েছিল মধুর সমস্যায়। চোটে পড়া পেসার উমেশ যাদবের জায়গায় কে ঢুকবেন দলে, তা নিয়ে টি নটরাজন ও নবদ্বীপ সাইনির মধ্য চাপা প্রতিদ্বন্দ্বিতা শেষে জয় পেয়েছেন সাইনি, সিডনিতে অপেক্ষায় অভিষেকের।

ভারতের মতো অস্ট্রেলিয়া অবশ্য দল ঘোষণা করেনি, তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে ডেভিড ওয়ার্নারের খেলা একপ্রকার নিশ্চিত বলে জানিয়েছেন। অজি অধিনায়ক টিম পেইন অবশ্য বলেননি ওয়ার্নার খেললে বাদ পড়বেন কে।

ভারত একাদশ:
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রিশভ পান্ট, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি।