চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। বিপরীতে এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন সাড়ে ৩৪ লাখের বেশি, মৃত্যুবরণ করেছিলেন ১০ হাজার জনেরও বেশি মানুষ। আজ মৃত্যুর সংখ্যা কমে ৭ হাজারের অধিক সংখ্যক মানুষে এসে দাঁড়িয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি গত ৪ মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ১০ হাজার ৬৪২ জন। আজ মৃত্যুর সংখ্যা কমে গিয়ে ৭,৬৪৭ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ২৪ ঘণ্টায় বিশ্বে ২৬ লাখ ৩৯ হাজার ৬০৩ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। শনিবার ৩৪ লাখ ৮ হাজার ৩২৪ জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ওয়েবসাইটটি।

সংক্রণের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। দেশটিতে গত ২৮ ঘন্টায় ১৭৮ জন মারা গিয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে প্রতিবেশি দেশ ভারতে। ভারতে ২ লাখ ২৯ হাজার ৫৭৬ জনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের অধিক মানুষ মারা গিয়েছে।

যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। দেশটিতে গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১লাখ ৯২ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ১২৭ জন করোনায় মারা গেছে। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে।

নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৩১৬ জন। মৃত্যু হয়েছে ৬৯৫ জনের।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় ইটালি, জার্মানি এবং রাশিয়ায় নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।