চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে সরতে আদালতে ব্রিটনির বাবার আবেদন

ব্রিটনি স্পিয়ার্সের তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে সরতে মঙ্গলবার আদালতে আবেদন করেছেন জেমস স্পিয়ার্স। গত ১৩ বছর ধরে এই দায়িত্ব পালন করেছেন তিনি।

জেমস স্পিয়ার্স লস এঞ্জেলসের উচ্চ আদালতে তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন দায়ের করেন।

মামলার বিচারক ব্রেন্ডা পেনি এই প্রসঙ্গে বলেছেন, ‘মিস্টার স্পিয়ার্স একাধিকবার বলেছেন, তিনি যা করেছেন মেয়ের ভালোর জন্য করেছেন। তাই জেমস স্পিয়ার্স যদি এই পদ থেকে সরে যেতে চান এবং মনে করেন তার মেয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবেন, তাহলে তিনি সুযোগটি পাবেন।’

ব্রিটনি স্পিয়ার্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

ব্রিটনি ব্যক্তিগত সম্পর্ক ও ক্যারিয়ারের ঝামেলায় প্রায়ই বিষণ্ণতায় ভুগতেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় বাবা জেমি স্পিয়ার্সকে আইনি অভিভাবকত্ব দেওয়া হয়। ২০০৮ সাল থেকে ব্রিটনির অর্থ-সম্পদ নিয়ন্ত্রণ শুরু করেন জেমস। কিন্তু এই অভিভাবকত্ব ব্রিটনির কাছে অমানবিক ও নিপীড়নমূলক মনে হওয়া শুরু করে এবং তিনি আদালতের দ্বারস্থ হন। ব্রিটনি বাবার বিরুদ্ধে অর্থ অপব্যবহারের অভিযোগ আনেন এবং বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি চান।

মামলা চলাকালে ব্রিটনির পাশে দাঁড়ান তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘হ্যাশট্যাগ ফ্রিব্রিটনি’ প্রচারণা। বিনোদন জগতের অনেক তারকারাও দাঁড়িয়ে যান ব্রিটনির পাশে। হলিউড রিপোর্টার