চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

চতুর্থ ধাপে দেশের ১০৭টি উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

পাঁচটি বিভাগের ১৬ জেলার ওইসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেসকারি ফল ঘোষণায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা: ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) মোহাম্মদ আবু তাহের (স্বতন্ত্র), বুড়িচং (কুমিল্লা) আখলাক হায়দার (স্বতন্ত্র), হোমনা (কুমিল্লা) রেহেনা মজিদ (আ.লীগ), ফুলবাড়ী (কুড়িগ্রাম) গোলাম রব্বানী (স্বতন্ত্র), সদর (পিরোজপুর) মো. মুজিবুর রহমান খালেক (আ.লীগ), কাউখালী (পিরোজপুর) আবু সাঈদ মিয়া মনু (স্বতন্ত্র), ইন্দুরকানি (পিরোজপুর) মতিউর রহমান (আ.লীগ), নেছারাবাদ (পিরোজপুর) আব্দুল হক (স্বতন্ত্র), নাজিরপুর (পিরোজপুর) অমূল্য রঞ্জন হালদার (আ.লীগ), সদর (টাঙ্গাইল) শাহজাহান আনসারী (আ.লীগ), মির্জাপুর (টাঙ্গাইল) মীর এনায়েত হোসেন মন্টু (আ.লীগ), ঘাটাইল (টাঙ্গাইল) শহিদুল ইসলাম লেবু (আ.লীগ), বাসাইল (টাঙ্গাইল) কাজী অলিদ ইসলাম (স্বতন্ত্র), কালিহাতী (টাঙ্গাইল) আনসার আলী (স্বতন্ত্র), ভূঞাপুর (টাঙ্গাইল) অ্যাডভোকেট আব্দুল হালিম (আ.লীগ), সখিপুর (টাঙ্গাইল) জুলফিকার হায়দার কামাল লেবু (আ.লীগ), দেলদুয়ার (টাঙ্গাইল) মাহমুদুল হাসান মারুফ (স্বতন্ত্র), নাগরপুর (টাঙ্গাইল) আব্দুস সামাদ (স্বতন্ত্র), তজুমউদ্দিন (ভোলা) মোশারফ হোসেন (স্বতন্ত্র), লালমোহন (ভোলা) গিয়াস উদ্দিন আহমেদ (আ.লীগ), সদর (ময়মনসিংহ) আশরাফ হোসাইন (আ.লীগ), মুক্তাগাছা (ময়মনসিংহ) আব্দুল হাই আকন্দ (স্বতন্ত্র), গফরগাঁও (ময়মনসিংহ) আশরাফ উদ্দিন বাদল (আ.লীগ), ভালুকা (ময়মনসিংহ) আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), হালুয়াঘাট (ময়মনসিংহ) মাহমুদুল হক সায়েম (আ.লীগ), ফুলবাড়িয়া (ময়মনসিংহ) আব্দুল মালেক সরকার (আ.লীগ), ফুলপুর (ময়মনসিংহ) আতাউল করিম রাসেল (স্বতন্ত্র), গৌরিপুর (ময়মনসিংহ) মোফাজ্জল হোসেন খান (স্বতন্ত্র), ধোবাউড়া (ময়মনসিংহ) ডেভিড রানা চিসিম (স্বতন্ত্র), ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) মাহমুদ হাসান সুমন (আ.লীগ), নান্দাইল (ময়মনসিংহ) হাসান মাহমুদ জুয়েল (স্বতন্ত্র), চাটখিল (নোয়াখালি) জাহাঙ্গীর কবির (আ.লীগ), সদর (পটুয়াখালী) অ্যাডভোকেট গোলাম সরওয়ার (আ.লীগ), মির্জাগঞ্জ (পটুয়াখালী) মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), দুমকি (পটুয়াখালী) মোঃ হারুন অর রসিদ হাওলাদার (আ. লীগ), বাউফল (পটুয়াখালী) আবদুল মোতালেব হাওলাদার (আ.লীগ), গলাচিপা (পটুয়াখালী) মোঃ শাহীন শাহ্ (আ.লীগ), কলাপাড়া (পটুয়াখালী) এস এম রাকিবুল আহসান (আ.লীগ), দশমিনা (পটুয়াখালী) মোঃ আবদুল আজিজ (আ.লীগ), সদর (কক্সবাজার) কায়সারুল হক জুয়েল (আ.লীগ), সদর (বরগুনা) মনিরুল ইসলাম (স্বতন্ত্র), বেতাগী (বরগুনা) মাকসুদুর রহমান ফোরকান (আ.লীগ), পাথরঘাটা (বরগুনা) মোস্তফা গোলাম কবির (স্বতন্ত্র), বামনা (বরগুনা) সাইতুল ইসলাম লিটু (আ.লীগ), আমতলী (বরগুনা) গোলাম ছরোয়ার ফোরকান (স্বতন্ত্র)।