চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা বিরতির পর আবার শুরু হচ্ছে ‘অ্যাভাটার টু’র শুটিং

দীর্ঘ বিরতির পরে আগামী সপ্তাহে আবার শুরু হতে যাচ্ছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার টু’ সিনেমার শুটিং। এবার শুটিং হবে নিউজিল্যান্ডে।

সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের কিছু ছবি শেয়ার করেছেন প্রযোজক জন ল্যান্ডাউ। ভক্তদেরকে তিনি জানিয়েছেন, ২০২১ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত।

নির্মাতারা ছবির অভিনয়শিল্পীদের কিছু ছবিও শেয়ার করেছেন। শেখানে তারকাদেরকে পানিতে শুটিং করতে দেখা গিয়েছে। এছাড়াও শেয়ার করা হয়েছে ছবির ব্যাকড্রপের কিছু আর্ট-ওয়ার্ক।

চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে বাঁচাতে শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে লকডাউন তুলে নেয়া হয়েছে।

মার্চের মাঝামাঝি সময় থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে নিউজিল্যান্ডে সব ধরনের শুটিং বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে থেমে গিয়েছিল ‘অ্যাভাটার টু’ সিনেমার কাজ। চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে বাঁচাতে শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে লকডাউন তুলে নেয়া হয়েছে। তাই আবার শুরু হচ্ছে ছবির শুটিং।

জানা গেছে, মূল ছবিতে জোয়ি স্যালডানা, স্যাম ওয়ার্দিংটন ও সিগোর্নি উইভার যে যে চরিত্রে অভিনয় করেছিলেন, সিকুয়েলেও সেসব চরিত্রেই দেখা যাবে তাদের।

‘অ্যাভাটার’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। আর ‘অ্যাভাটার টু’ সিনেমাটি মুক্তির সম্ভাব্য তারিখ ২০২১ সালের ১৭ ডিসেম্বর।