চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কংস নদীর ভাঙনে বিলীন একের পর এক জনপদ

নেত্রকোণায় কংস নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক জনপদ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হাজারও পরিবার। উজানের ঢলে বালি পড়ে কৃষিজমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।

বছরের পর বছর পাহাড়ি ঢলে বালু জমে নাব্যতা হারিয়েছে নেত্রকোণার কংস নদী। সেই কারণে বর্ষা এলেই ভাঙনের মুখে পড়ে নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার গ্রামের পর গ্রাম ও ফসলি জমি।

এবারের বর্ষায় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাচপাই, পিছাইল, নওয়াপাড়া, চরপাড়া, জাহাঙ্গীরপুর, তাতিয়র, ভাগুড়াসহ অনেক গ্রাম, রাস্তাঘাট ও স্থাপনা।

ভাঙন ঠেকাতে কোথাও কোথাও সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের।