চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রংপুর বিভাগের ইউএনওদের নিরাপত্তায় আনসার মোতায়েন

রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুর রেঞ্জের পরিচালক এ কে এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভাগের ৮ জেলা কমান্ড্যান্টকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে প্রতি উপজেলায় ১ জন পিসি, ১ জন এপিসি ও ৮ জন আনসারসহ মোট ১০ জন করে আনসার মোতায়েন করার কথা বলা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার ওপর হামলা করে। হামলাকারীরা হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নিউরোসার্জন জাহেদ হোসেন জানিয়েছেন: অপারেশনের সময় তার মুখমন্ডলে ৯টি আঘাতের চিহ্ন দেখেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তা ঠিক করা হয়েছে। আপাতত তিনি আশংকামুক্ত। তবে ৭২ ঘন্টা পর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে বলা বলা যাবে।

এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এমন প্রেক্ষাপটে রংপুর বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো।