চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে দেশী পোশাকই বেশি পছন্দ ক্রেতাদের

দেশীয় পণ্য, কিনে হোন ধন্য- এ প্রত্যয়ে, পোশাকের বাজারে ভারতীয়সহ বিদেশি যত জমকালো পোশাকই থাকুক, গরম আর উৎসবে দেশী পোশাকের কদর ক্রেতার কাছে বরাবরই বেশি। কারণ দেশে তৈরি পোশাকগুলো দেশের আবহাওয়া মাথায় রেখে পোশাক তৈরি করা হয়।

ঈদ উৎসবকে রাঙাতে বিপনীবিতানগুলো বাহারি ডিজাইনের দেশী ব্র্যান্ডের পোশাকে সেজেছে। এবার গরমে ভয়েল সুতি কাপড়কে প্রাধান্য দিয়ে দেশীয় ব্র্যান্ডগুলো ডিজাইনেও এনেছে নতুনত্ব। 

লং সিঙ্গেল কুর্তার সঙ্গে কোটিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মোটিফে হাতের কাজ ফুটিয়ে তোলা হয়েছে এবারের ঈদ পোশাকগুলোয়। 

দেশালের গুলশান শাখার ইনচার্জ আশফাক আহমেদ, এবারের ঈদে সিঙ্গেল কোটির কাজ হচ্ছে, থ্রিপিসের সঙ্গে হচ্ছে, টপসের সঙ্গে হচ্ছে। স্কিনপ্রিন্ট আর হাতের কাজের উপরই বেশি জোড় দেওয়া হচ্ছে এবার।  

বিবিয়ানার গুলশান শাখার ইনচার্জ সাইফুল ইসলাম মারুফ, আগামী ১৪-১৫ রোজা থেকেই হিমশিম খাওয়ার মতো অবস্থা চলে আসবে। টানা ২৪ ঘণ্টা কোনো রেস্ট নেই। শুধু বিলই করতে হবে। 

মার্কেটপাড়ায় ১০ রমজানের পর ক্রেতার জোয়ারে ভাসবে দেশী পোশাকের বুটিক হাউসগুলো।