চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যাম্পিয়নরা ফিরছেন যখন, যে পথে যাবে ছাদখোলা বাস

KSRM

মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরছে বুধবার। দুপুর ১টা ৫০ মিনিটে লাল-সবুজদের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করবে।

সানজিদা-কৃষ্ণাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব, বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। ফুল দিয়ে বরণ করা হবে, করা হবে মিষ্টিমুখ।

Bkash July

বিমানবন্দরেই সাবিনা-মারিয়া-স্বপ্নারা সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে অংশ নেবেন। এরপর তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের পথে নেয়া হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, তহুরা-রূপনাদের ছাদখোলা বাস বিমানবন্দর থেকে কাকলি হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ও কাকরাইল ঘুরে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছাবে।

Reneta June

সেখানে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান কাজী সালাউদ্দিন। ফটো সেশন হবে। ফের সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View