চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রেসক্রিপশন ছাড়াই জরুরী গর্ভনিরোধোক কিনতে পারবেন আর্জেন্টিনার নারীরা

আর্জেন্টিনার মহিলাদের জরুরী গর্ভনিরোধের জন্য আর প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না। দেশটির যেকোন ঔষধ কাউন্টার থেকে খুব সহজেই জরুরী গর্ভনিরোধোক মর্নিং-আফটার পিল সংগ্রহ করতে পারবেন তারা।

বিবিসির তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার সরকার জানিয়েছে, নারীদের জন্য মর্নিং আফটার পিল আরও সহজলভ্য করে সরকারি বাধা সরিয়ে ফেলা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে নারীবাদী সংস্থাগুলো স্বাগত জানিয়েছে, তারা এই পদক্ষেপকে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটির অগ্রগতির চিহ্ন হিসেবে দেখছে।

সাধারণ গর্ভনিরোধক পিলগুলোর থেকে জরুরী গর্ভনিরোধক পিল কিছুটা আলাদা হয়ে থাকে। জরুরী গর্ভনিরোধক পিলগুলো সাধারণত মর্নিং আফটার পিল নামে পরিচিত যা অরক্ষিত বা অসাবধানতা বশত মিলনের ১২০ ঘণ্টার মধ্যে গ্রহণ করলে তা নিষিক্তকরণ প্রক্রিয়াকে ব্লক করে গর্ভধারণ প্রতিরোধ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, এটি ১২ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর অবস্থায় থাকে। তবে তামা বহনকারী পিলগুলো সহবাসের পাঁচ দিনের মধ্যে নেওয়া হলেও তা প্রায় ৯৫% পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করতে পারে।

২০২০ সালে আর্জেন্টিনা গর্ভাবস্থার ১৪তম সপ্তাহ পর্যন্ত গর্ভপাতকে বৈধ ঘোষণা করে। সেসময় বিভিন্ন চার্চ থেকে বিলটি প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়েছিল।