চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘আমরা যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু আক্রমণ এলে প্রতিহত করতে হবে’

চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের দশম টাইগার্স পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু সার্বভৌমত্ব রক্ষাই নয়, দেশ ও দেশের বাইরে মানুষের যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে।

চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তিতে ১০তম টাইগার্সর পুর্নমিলনী আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেজিমেন্টের বিভিন্ন কন্টিনজেন্টের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

প্রতিটি বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু আক্রমণ এলে তা প্রতিহত করতে হবে।

এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইরের শত্রুর আক্রমন মোকবেলায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দায় সবাইকে মিতব্যয়ী হয়ে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট, যা বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ ইউনিট। সৌম্য, শক্তি, ক্ষিপ্রতার মূলমন্ত্রে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস গৌরবময়। দ্য টাইগার্স উপাধিখ্যাত ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বিশ্বের অন্যতম সাহসী রেজিমেন্ট হিসেবে গণ্য করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের দুই ছেলে শেখ জামাল ও শেখ কামাল এই রেজিমেন্টের হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই রেজিমেন্টের সম্পর্কটাও অন্যরকম।