চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি কোন নিষেধাজ্ঞা নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকার মনে করে নতুন করে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসার কোনো কারণ নেই, রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশটির সঙ্গে কাজ করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের উপর কোন নিষেধাজ্ঞা নয়।

বুধবার (৩১ মে) গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

Bkash

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না। তিনি বঙ্গবন্ধুর কন্যা।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।

Reneta June

তিনি আরও বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই। কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, বাংলাদেশ পাঠায়নি- আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল।

রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কাজ হচ্ছে না বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View