চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে!

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁচচারাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

Bkash July

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ প্রায় ৪ বছর যাবত মানসিক ভারসাম্যহীন। রাতে ঘুমিয়ে থাকা তার বাবাকে কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বিষয়টি জানায় এবং মাইকে প্রচার করতে বলে।

এসময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। রাশেদকে হেফাজতে নেয়।

ISCREEN
BSH
Bellow Post-Green View