চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দেশের জন্য ‘এক’ হওয়ার অঙ্গীকার সাকিব-তামিমের

KSRM

জাতীয় দলের হরেক অর্জন-বিজয়-গর্বে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনে একটা সময় ভালো বন্ধু ছিলেন। তাতে ভাটা পড়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকমাস আগে যা সামনে আনেন। পরে দুই তারকার ভক্তদের মাঝেও দেখা যায় দ্বৈরথ। সেই তামিম-সাকিবকে ‘এক’ করে নতুন শুরুর বার্তা দিয়েছে মোবাইল ব্যাংকিং ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

এশিয়া কাপের আগে হঠাৎ করে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর থেকে ফিরে আসেন। চোটের কারণে এশিয়া কাপে ছিলেন দলের বাইরে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে দলে থাকলেও তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়ে নেন তামিম।

চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তামিমের। বিশ্বমঞ্চে দেশসেরা ওপেনারের না থাকার কারণ হিসেবে সাকিবকে দায়ী করে চলেছেন তামিম-ভক্তকুল। যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব-তামিম ভক্তদের মুখোমুখি হতে দেখা যাচ্ছে।

সাকিব-তামিমের মধ্যকার দ্বৈরথ দৃশ্যপটে রেখে একটি বিজ্ঞাপন ভিডিও প্রচার করেছে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ভিডিওতে তাদের এক ফ্রেমে দেখা গেছে। এক মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে সাকিব-তামিমের পুরনো কিছু স্মৃতি তুলে ধরা হয়েছে। পরে দেশের স্বার্থে দুই তারকাকে ‘এক’ হওয়ার অঙ্গীকার করতে দেখা যায়।

বাংলাদেশের জন্য ‘ওয়ান মোর টাইম’ স্লোগানে প্রচার করা ভিডিওটির শিরোনাম ছিল, ‘দেশের জন্য আমরা সবাই এক। মাঠে বা মাঠের বাইরে থেকে, বিজয়ের স্বপ্ন বুকে ধারণ করে আওয়াজ তোলা হোক আরও একবার। আমরা বিশ্বাস করি, স্বপ্ন ও সাহস থাকলে সব সম্ভব!’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View