ইরাকে ইফতারি খেয়ে শতাধিক শরণার্থী অসুস্থ
রেঁস্তোরায় বানানো ইফতারি খেয়ে ইরাকের মসুল শহরের এক শরণার্থী শিবিরে নারী ও শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে এক শিশুসহ দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কাতারভিত্তিক একটি দাতব্য সংস্থা শরণার্থীদের জন্য ওই খাবার সরবরাহ করেছিল। অসুস্থদের শহরের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মসুল শহর থেকে ১৩ মাইল পূর্বে ইরবিলের মাঝে অবস্থিত দি হাসানশাম ইউটু শিবিরে এই ঘটনা ঘটেছে। গরম এবং পানিশূন্যতার কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইফতারির খেয়ে তারা বমি করতে শুরু করেন।খাবারের মধ্যে ছিল শিম,…