চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২২

শেষ ১০ ম্যাচে একটি মাত্র ফিফটি, বাকি ৯ ম্যাচে সর্বোচ্চ ১৫, ১০ বা এর নিচে আছে ৫টি ইনিংস— ব্যাটিংয়ে ফখর জামানের এমন ফর্ম নিয়ে আলোচনার কমতি নেই। সবশেষ এশিয়া কাপেও আস্থার প্রতিদান দিতে পারেননি। বিশ্বকাপ স্কোয়াড থেকে তাই বাদই পড়লেন বাঁহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমের দলে খুব একটা চমক নেই। বিশ্রাম দেয়া ফখরের জায়গায় খেলবেন শান মাসুদ।

১৫ সদস্যের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম। এশিয়া কাপে চোট পেয়েছিলেন তরুণ পেসার। পেস আক্রমণে আছেন চোটাক্রান্ত শাহিন শাহ আফ্রিদিও। পুনর্বাসনের মধ্যে থাকা তারকা পেসার আগামী মাসের শুরুর দিকে বল করতে পারবেন বলে আশাবাদী পিসিবি।

মেলবোর্নে ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাবরের দল। ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের মাটিতে ২০ সেপ্টেম্বর থেকে ৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে দল দেয়ার দিনে ইংল্যান্ডের বিপক্ষেও স্কোয়াড দিয়েছে পিসিবি।

পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম, শান মাসুদ, উসমান কাদির ও শাহিন শাহ আফ্রিদি।

রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ দাহানি।