
হাজিদের নিয়ে বৃহস্পতিবার জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় যাত্রা করে রাত ১০টা ২৫ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা।
এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমানের পরিচালক গ্রাহক সেবা, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালকসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের স্বাগত জানান।
বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান: গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিমান প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। পোস্ট হজে বিমানের ৮০টি ফ্লাইটের শিডিউল রয়েছে।