চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রভাসের ছবির ১০ হাজার টিকেট বুক করলেন রণবীর!

KSRM

১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’। ছবিটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। ছবি সংশ্লিষ্ট না হয়েও ‘আদিপুরুষ’ এর ১০ হাজার টিকেট বুক করে শিরোনাম হলেন রণবীর কাপুর।

সিনে-ট্রেড অ্যানালিস্ট তারন আদর্শ এক টুইটে জানিয়েছেন, দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর কাপুর। এজন্য তিনি বুক করলেন ১০ হাজার টিকিট!

Bkash July

এরআগে আদিপুরুষ এর প্রযোজক অভিষেক আগারওয়ালও অগ্রিম ১০ হাজার টিকেট বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন যে, তেলেঙ্গানা জুড়ে ‘আদিপুরুষ’ এর দশ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে এই টিকিট বিতরণ করার কথা জানান তিনি।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। বুধবার টুইটারে এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক।

Reneta June

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি অভিনয় করেছেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন সাইফ।

৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ’ হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও। –টাইমস অব ইন্ডিয়া

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View