চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ওয়ানডে সিরিজ নাও খেলতে পারেন সাকিব

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু টেস্ট এবং টি-টুয়েন্টি খেলবেন, ওয়ানডে সিরিজ নাও খেলতে পারেন-এমন গুঞ্জন ছিল সিরিজ শুরুর আগেই। টেস্ট সিরিজ শেষ হওয়ার জানা গেল ওয়ানডে না খেলার ব্যাপারে এ অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবহিত করেছে।

বুধবার মিরপুরে সভা শেষে এ ব্যাপারে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব যাওয়ার আগে একবার বলছিল ও টেস্ট খেলবে না। তারপর এটা নিয়ে যখন বসলাম তখন বলল টেস্ট খেলবে। এরপর তাকে অধিনায়কই করা হলো। ওয়ানডে না খেলার ব্যাপারে সাকিবের সঙ্গে সরাসরি আমার কথা হয়নি। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ভাইকে মৌখিকভাবে বলেছে, সে ওডিআই নাও খেলতে পারে। অফিসিয়ালি জানায়নি এটাকে অফিসিয়ালি ধরতেও পারেন। আমার সঙ্গে সাকিবের শিগগিরই কথা হবে এ ব্যাপারে।’

Bkash July

সাকিব আনুষ্ঠানিকভাবে ছুটি চাইলে সেটি মঞ্জুর করা হবে কিনা এ প্রশ্নে নাজমুল হাসান সরাসরি কিছু বলেননি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের আগে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

 

Labaid
BSH
Bellow Post-Green View