চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমি বিশ্বের সেরা অফ-স্পিনার, মুরালি-নারিন নয়: গেইল

‘আপনি কি জানেন? আমার বোলিং সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফ-স্পিনার। মুরালি (মুত্তিয়া মুরালিধরন) নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমার ইকোনমি সেরা। এমনকি সুনীল নারিনও আমার ধারের কাছে নেই।’  

ইউনিভার্স বস নামে খ্যাত ক্রিস গেইল নিজেকে বিশ্বের সেরা অফ-স্পিনার ঘোষণা দিয়ে এ কথাগুলোই নিজের মুখে বলেছেন।

আগামী মাসে ৪৩ বর্ষী হতে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটার মুরালিধরন ও নারিনের চেয়েও নিজেকে এগিয়ে রাখলেন। যদিও কথাগুলো তিনি স্রেফ ঠাট্টার ছলেই বলেছেন।

সংক্ষিপ্ততম ফরম্যাটে সর্বকালের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত হন। তার বোলিং দক্ষতাও কারোর অজানা নয়।

সব ধরনের টি-টুয়েন্টি ক্রিকেটে মুরালিধরনের উইকেট সংখ্যা ১৯২টি। ওয়েস্ট ইন্ডিজের নারিন নিয়েছেন ৫১৫ উইকেট। তাদের চেয়ে যোজন ব্যবধানে পিছিয়ে থাকা গেইল ১০৩টির বেশি উইকেট নিজের ঝুলিতে ভরেননি। পরিসংখ্যানই জানান দিচ্ছে, মুরালিধরন ও নারিনের ধারের কাছে গেইল নিজেই নেই।

Labaid
BSH
Bellow Post-Green View