চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ডে পল ভালো মানুষ, ভালো ফটোগ্রাফার’

বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি মধুর। সেই মধুর সময়টা কাটাচ্ছেন মহাতারকা সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল আন্দ্রেস মেসি। গণমাধ্যমে তুলে ধরছেন বিশ্বকাপ জয়ের আগে-পরের ঘটনাগুলো, সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের বিভিন্ন মুহূর্ত।

বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে বিশ্বকাপ জয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন মেসি। সেখানে ‘মেসির গার্ড’ খেতাব পাওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য রদ্রিগো জাভিয়ের ডে পলকে নিয়ে বলেছেন।

Bkash July

‘সে ছবি তুলতে অভ্যস্ত। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাথে সাথে ভালো মানুষও বটে। সে কঠিন মুহূর্তকে সহজ করে তুলতে পারে। মানুষ তাকে সবসময় হাসিখুশি ও মজা করতে দেখে অভ্যস্ত হলেও সবসময় সে এমন নয়, সে সময়ের পরিস্থিতি বোঝে। কিন্তু যখন কাজের কথা আসে সে-ই সবার আগে থাকে, সেজন্যই সে দলের গুরুত্বপূর্ণ একজন।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মধ্যমাঠের অন্যতম ভরসা ডে পলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চোটে ভুগতে থাকা তারকাকে ফাইনালে ১০২ মিনিট পর্যন্ত খেলান কোচ স্কালোনি।

Labaid
BSH
Bellow Post-Green View