চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মিয়ামি সমর্থকদের সঙ্গে অষ্টম ব্যালন ডি’অর উদযাপন মেসির

নিজের অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর ইন্টার মিয়ামির জার্সিতে প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি। সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নিউইয়র্ক সিটির বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুতেই ব্যালন ডি’অর ট্রফি নিয়ে মাঠে নামেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে ম্যাচে কোনো গোলের দেখা পাননি মেসি, জয়ও মেলেনি মিয়ামির।

ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শনিবার সকালে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। ম্যাচে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও এলএম টেনের ব্যালন ডি’অর উদযাপনই মিয়ামি সমর্থকদের কাছে মুখ্য ছিল।

ম্যাচ শুরুর আগে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর ট্রফি নিয়ে প্রিয় সমর্থকদের সামনে হাজির হন মেসি। বাধ ভাঙা উল্লাস আর আতশবাজির আলোকচ্ছটায় মহাতারকাকে বরণ করে নেন সমর্থকরা।

সমর্থকদের উদ্দেশে ৩৬ বর্ষী মেসি বলেন, ‘মিয়ামির সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। শুধু ক্লাবটিতে কেবল খেলার জন্য নয়, যেভাবে এই শহরের মানুষ আমাকে এবং আমার পরিবারকে ভালোবাসা দিয়ে সাদরে গ্রহণ করে নিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। এই অনুভূতি সবার সাথে ভাগাভাগি করার আনন্দটা আসলে অন্য রকম। এখনে অল্প সময় ধরে আসলেও মনে হচ্ছে, দীর্ঘ সময় ধরে আমি আছি।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View