চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘মধ্যবিত্ত পরিবারের বউয়ের চরিত্রে ক্যাটরিনাকে মানায় না’

KSRM

২ জুন মুক্তি পাবে ভিকি কৌশলের রোমান্টিক কমেডি ‘জারা হাটকে জারা বাঁচকে’। ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। অনেকেই মনে করছেন ভিকির বিপরীতে ক্যাটরিনাকে নিলেই বেশি মানাতো। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।

‘পিপিং মুন’-এ দেয়া সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন ছবির নায়িকার চরিত্রে তিনি কেন ক্যাটরিনাকে নেননি। তিনি বলেন, ‘আমার ভাষা ক্যাটরিনা বুঝতে পারলেই না ছবি করবো! আপনাদের কী মনে হয় ক্যাটরিনাকে কখনও ছোট শহরের হিরোইন মনে হবে?’

Bkash July

নির্মাতা আরও বলেন, ‘আমরা যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে ছবি করবো। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি কারণ জারা হাটকে জারা বাঁচকে’ ছবির স্ক্রিপ্ট কিছুটা আলাদা। ক্যাটরিনার যেরকম পারসোনালিটি, আমার মনে হয়েছে মধ্যবিত্ত পরিবারের বউয়ের চরিত্রে তাকে মানায় না।’

ছবিতে ভিকি ও সারার নাম কপিল ও সৌম্য। যৌথ পরিবারে থাকেন তারা। ট্রেলারে তাদের মাঝে প্রেম দেখা গেলেও ছবিতে তাদের সম্পর্ক ক্রমশ এগিয়ে যেতে থাকে বিচ্ছেদের দিকে।

Reneta June

সূত্র: এনডিটিভি

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View