চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যতো দোষ করণ জোহর!

গত ২৬ মে ৫০ বছরে পা রেখেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর। জন্মদিন উপলক্ষে সেদিন জমকালো পার্টির আয়োজন করেছিলেন এই নির্মাতা। যেখানে উপস্থিত ছিল বলিউডের নামকরা তারকারা। কিন্তু সেই পার্টি থেকে ফেরার পরই করোনায় আক্রান্ত হন বলিপাড়ার একঝাঁক তারকা। যার পরই সোশ্যাল সাইটে অভিযোগ উঠতে শুরু করে করণ জোহরের জন্মদিনের পার্টিতে করোনাবিধি মানার প্রসঙ্গ নিয়ে।

জানা গেছে, বহু তারকা সেদিন ভীড় করেছিলেন যশরাজ স্টুডিওতে করণের পার্টিতে। আর তাইতো সেখান থেকেই অভিযোগ উঠেছে, বলিপাড়ায় নতুন করে ছড়িয়েছে অতিমারির সংক্রমণ। তবে এই প্রসঙ্গে এতদিন চুপচাপ থাকলেও সদ্যই মুখ খুলেছেন করণ জোহর।

Bkash July

করণ জোহর বলেন, এখন তো চারপাশে অনেক কিছুই হচ্ছে, অনেক রকম অনুষ্ঠান চলছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কারও কারও বিয়ে হচ্ছে, কিংবা অন্য কোনো অনুষ্ঠান, শুটিং- কিছু না কিছু লেগেই আছে। যে কোনও অনুষ্ঠান থেকেই তো সংক্রমণ ছড়াতে পারে। তবে কেনো আমায় দোষ দেওয়া হচ্ছে?

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যেখানে যা কিছু হয়, সব দোষ আমার ঘাড়ে এসে কেন চাপে? এই মহামারীর সাথে আমার কোনও সম্পর্ক নেই, আমি এটা ছড়াইনি।’

Reneta June

এছাড়াও করণ আরও জানান, ৫০ তম জন্মদিনে এত জাঁকজমকপূর্ণ আয়োজনের ইচ্ছে তার ছিল না। পুরো আইডিয়াটাই ছিল আদিত্য চোপড়ার।

বেশ কিছুদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যম গুলো খবর প্রকাশ করেছিল, করণ জোহরের পার্টি থেকেই করোনা ছড়িয়েছে বলিপাড়ায়। ওই পার্টিতে যারা গিয়েছিলেন তাদের অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পার্টিতে উপস্থিত হওয়ার পরপরই শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ানের মত একাধিক তারকাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। -হিন্দুস্থান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View