চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হায়দরাবাদকে হারিয়ে আসরের তৃতীয় জয় পেল মুম্বাই

আসরের শুরুটা ভালো হলেও ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর দুই ম্যাচ হারার পর টানা তৃতীয় জয় পেল রোহিত শর্মার দল। নিজেদের পঞ্চম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ১৪ রানে।

ঘরের মাঠে টস জিতে মুম্বাইকে আগে ব্যাটে পাঠায় হায়দরাবাদ। ক্যামেরুন গ্রিনের অপরাজিত অর্ধশতকের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে মুম্বাই সংগ্রহ করে ৫ উইকেটে ১৯২ রান। জবাবে ব্যাটে নেমে এক বল হাতে রেখে ১৭৮ রানে সবকটি উইকেট হারিয়ে থামে সানরাইজার্সদের ইনিংস। এ নিয়ে ৫ ম্যাচে ৩ জয়ে টেবিলের পাঁচে আসলো মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে সমান ম্যাচে ৩ হারে টেবিলের নয়ে হায়দরাবাদ।

হায়দরাবাদে আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় মুম্বাই। প্রথম উইকেট জুটিতে আসে ৪১ রান। ৪.৪ ওভারে নাতারাজানের শিকার হন রোহিত শর্মা। ১৮ বলে ২৮ করেন মুম্বাই অধিনায়ক। ১১.১ ওভারে ৮৭ রানে আউট হন ইশান কিষাণ। ৩১ বলে ৩৮ রান করেন সফরকারী ওপেনার। চার বল পরেই ফেরেন সূর্যকুমার যাদব। ৩ বলে ৭ রান করেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে তিলক বার্মাকে নিয়ে ৫৬ রান সংগ্রহ করেন ক্যামেরুন গ্রিন। ১৬.৩ ওভারে দলীয় ১৫১ রানে ভুবেনশ্বর কুমারের শিকার হন তিলক। তার আগে ব্যাট হাতে করেন ১৭ বলে ৩৭ রান। এরপর টিম ডেভিডকে নিয়ে দলীয় ১৯২ রান সংগ্রহ করেন গ্রিন। ইনিংসের শেষ বলে রানআউট হন ডেভিড। ১১ বলে ১৬ রান করেন তিনি। গ্রিন অপরাজিত ছিলেন ৪০ বলে ৬৪ রান করে।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মার্কো জানসেন। ভুবেনশ্বর ও নাতারাজান নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে ২৫ রানেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। হ্যারি ব্রুক (৭ বলে ৯) ও রাহুল ত্রিপাঠি (৫ বলে ৭) ফেরেন নামের সঙ্গে সুবিচার না করেই। ৮.৪ ওভারে দলীয় ৭১ রানে ফেরেন এইডেন মার্করাম। ১৭ বলে ২২ রান করেন হায়দরাবাদ অধিনায়ক।

পরের ওভারেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। অভিষেক শর্মা ফেরেন ২ বলে ১ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার ধারাবাহিকতার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। পঞ্চম উইকেট জুটিতে হেনরিক ক্লাসেনকে নিয়ে ৫৫ রান সংগ্রহ করেন তিনি। চৌদ্দতম ওভারের শেষ বলে ১২৭ রানে ফেরেন হেনরিক (১৬ বলে ৩৬)।

চার বল পরেই ফেরেন আগারওয়াল। ৪১ বলে ৪৮ রান করেন তিনি। এরপর ধারাবাহিকভাবেই উইকেট হারায় সানরাইজার্সরা। এক বল বাকী থাকতেই ১৭৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জেসন, রিলি ও পিয়ুস চাওলা। অর্জুন তালুকদার ও গ্রিন নেন একটি করে উইকেট।