চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আড়াই ঘণ্টার চেষ্টায় কুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ার বস্তির আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার অভিযানে বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি দল অংশ নেয় বলে জানিয়েছে আইএসপিআর।

সোমবার সন্ধ্যায় কুনিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় কুনিপাড়া বস্তির হ্যাপি হোমস রোলিং মিলস থেকে। প্রাথমিকভাবে  বহু সংখ্যক টিনের ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

Bkash July

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক (মিডিয়া) মো. শাহজাহান শিকদার জানান: আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ড  পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Labaid
BSH
Bellow Post-Green View